দিদি, ভাববেন না...ছাত্র - TopicsExpress



          

দিদি, ভাববেন না...ছাত্র পিটিয়ে আপনি আমাদের দৃষ্টি ঘুরিয়ে দেবেন। আমরা সারদার রিপোর্ট follow করছি। যদিও media কি করবে সেটা দেখার বিষয়। মানুষের সাথে আগাগোড়া প্রতারণা করে চলেছেন আপনি, আর যখনি বেপাকে পড়েছেন mass এর দৃষ্টি ঘুরিয়ে দিয়েছেন অন্য দিকে...এমন কি এনকাউন্টারে কিষানজীকে মেরে। Jadavpur আর Presidency আপনার চক্ষুশূল সে আমরা জানি, তাই আপনি ক্ষমতায় আসার পর থেকেই এই দুই শিক্ষা প্রতিষ্ঠান কুক্ষিগত করবার চেষ্টা করে চলেছেন। ভাববেন না, এটা আমাদের নজর এড়িয়ে যাচ্ছে। পড়ে রইল, VC, উনি তো আপনার পোষা খাসী, কাল চাইলেই মালটাকে, ঈদ-এর ভোগে পাঠিয়ে দেবেন। আপনার তো পোষা মোষ আছেই...মানে শিক্ষা মন্ত্রী। খবরদার, ভাববেন না, সাধারণ মানুষ শুধু বিজ্ঞাপনটাই দেখে...। ও হ্যাঁ...! বলতে ভুলেছি, আপনার ভেড়া বাহিনীর কাপ্তেন...! মিথ্যেগুলো উনি কার নির্দেশে বলছেন, সেটা বোঝা যাচ্ছে। ভেড়ার ডাকটা খুব চেনা...২০১১ election এর আগে, খুব শুনতাম। যাইহোক!! এরা হল গিয়ে young blood, তায় আবার আপনার মত অশিক্ষিত নয়। ওদের বেশি ভয় টয় দেখাতে যাবেন না...! আপনার আমলা মন্ত্রীরা শেষমেশ নবান্নে bathroom খুঁজে পাবে না...! মুস্কিল।
Posted on: Thu, 18 Sep 2014 11:55:19 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015