দাদু আমরা কোথায় - TopicsExpress



          

দাদু আমরা কোথায় যাচ্ছি? -এইতো দাদু একটু বেড়াতে। -সত্যি?অনেক মজা হবে তাহলে,তাই না? -হ্যা দাদু,হবে তো।অনেক মজাহবে। -দাদু আমরা কোথায় যাচ্ছি? সত্তর বছর বয়স্ক আব্দুর রহমান এবার নাতির প্রশ্নের উত্তর দিলেননা।গাড়ির পেছনের দিকে তাকিয়ে দেখলেন তার ছেলে ল্যাপটপে কি একটা কাজ করছে।আর তার পাশেই বসে থাকা তার ছেলের বউ মোবাইলে কার সাথে যেন কথা বলছে।তাদেরকে দেখলে যে কেউ মনে করবে হয়তো কোথাও বেড়াতেযাচ্ছে পুরো ফেমিলিমিলে। আজ অনেকদিন আগের একটা কথামনে পড়ছে রহমান সাহেবের।তারা তখন গ্রামে থাকত।তাদের ছেলেও তখন খুবছোট।সেবার সবাই মিলে বেড়াতে বের হলতারা।তার ছেলে রাস্তায় বারবার জানতে চাইছিল কোথায় যাচ্ছে তারা।কিন্তু তিনি তার ছেলেকে বলেন নি।অবশেষে তারা যখন ঢাকাচিড়িয়াখানার সামনে এসে পৌছালেন তখন তার ছেলের সে কি আনন্দ।সে কথা মনে করে আজও আনন্দে কেদে ফেলেন তিনি। দাদু দাদু আমরা এসে গেছি। নাতির কথায় রহমান সাহেবের ধ্যান ভাঙ্গে।একটা বিশাল বাড়ির সামনে দাড়িয়ে আছে তাদের গাড়িটা।তিনি নাতির হাত ধরেগাড়ি থেকে নেমে আসলেন।আস্তে আস্তে করে গেটের সামনে গিয়ে দাড়ালেন।তারপর পান্জাবির পকেট থেকে চশমাটা বের করে চোঁখে দিয়ে বাড়ির নেমপ্লেটটাপড়লেন।পড়েই তার বুকটা কেপে উঠল।তিনি পাশে দাড়িয়ে থাকা তার ছেলের দিকেতাকালেন।খুবকষ্ট করেহলেও চেষ্টা করলেন সেদিন চিড়িয়াখানার সামনে তার ছেলের হাসিটা ফেরত দিতে। কিন্তু তিনি পারলেন না।তার ছেলে সেদিন দৌড় দিয়ে চিড়িয়াখানায় ঢুকেছিল।আর আজসত্তর বছরের এই নুয়েপড়া শরীরটা নিয়ে ঠুকঠুক করে তিনি ঢুকেপড়লেন তার শেষজীবনের আবাসস্থল"বৃদ্ধাশ্রম" এর গেটে |
Posted on: Mon, 29 Jul 2013 15:20:53 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015