দীর্ঘ ৩ দিন প্রেম করার পর - TopicsExpress



          

দীর্ঘ ৩ দিন প্রেম করার পর আমার আর প্রিতীর বিয়ে হলো। বাসর রাতে বসে আছি। প্রিতী আমার বুকে মাথা রেখে বললঃ জানো হিমু, আমি তুমাকে অনেক ভালোবাসি। →আমিও অত্তগুলা ভালোবাসি। →আচ্ছা হিমু,আমার আগে তুমি অন্য কোনো মেয়ের সাথে এক বিছানায় ঘুমিয়েছো?? →আরে নাহ,,আমি শুধু তুমার সাথেই ঘুমিয়েছি। আর বাকিদের সাথে জেগেছিলাম। →কি!!! , প্রিতী রাগ করে বসে আছে। অনেক কস্ট করে রাগ ভাংগাতে সক্ষম হলাম। দিন কাল ভালো চলছে। তো একদিন অফিস থেকে বাসায় ফিরলাম। →হিমু, তুমার শার্ট এ লিপইস্টিকের দাগ কিভাবে লাগল?? →এটা ত আমারও প্রশ্ন। আমি ত ঐ সময় কিছুই পড়া ছিলাম না →ছিঃ হিমু, তুমার লজ্জা করেনা? বিয়ের পর অন্য মেয়েদের সাথে সম্পর্ক রাখো? →কেনো, ফোনে চারজ দিলে কি হেডফোন লাগানো যায় না? , বউ আমার রাগে এটম বোম। কি আর করার? আমিও আমার মত চলছি। কিন্তু প্রিতী আমায় সব সময় যন্ত্রণা দেয়। খুব কস্টে আছি। , যাই হোক একটা প্রার্থনা, হে আল্লাহ্, তুমি আমারে বাল্যকাল দিছিলা, তা নিয়া গেছো তুমি আমারে যৌবন কাল দিছিলা, সেটাও নিয়া গেছো এখন একটা বউ দিছো, সেটা এখনোও আছে....... তুমারে খালি বিষয়টা মনে করিয়ে দিলাম , ©→Piyal Ah Himu (রোমিও)
Posted on: Thu, 08 Jan 2015 14:49:20 +0000

Trending Topics



argin-left:0px; min-height:30px;"> Tonight, we haul out some Friday Night Magic drafting for you fine

Recently Viewed Topics




© 2015