দীর্ঘকাল ধরেই মানুষ - TopicsExpress



          

দীর্ঘকাল ধরেই মানুষ মৃত্যুপরবর্তী জীবন রয়েছে বলে বিশ্বাস করে আসছে। বিভিন্ন ধর্মগ্রন্থও মানুষের এই ধারণায় উৎসাহ জুগিয়েছে। কিন্তু সেই ধারণাকে অস্বীকার করেছেন বর্তমান সময়ের অন্যতম প্রধান বিজ্ঞানী স্টিফেন হকিং। তিনি পরকালকে রূপকথা বলেই মনে করেন। তিনি বলেন অন্ধকারকে ভয় পায় এমন মানুষদের বানানো রূপকথা হল পরকাল। সোর্সঃ বিডিনিউজ টোয়েন্টিফোর ডট কম(link in first comment) আমার মন্তব্যঃ মৃত্যু পরবর্তী কালকেই পরকাল বলে। মিয়া আপনে তো এখনো মরেন ই নাই পরকাল সম্পর্কে ধারনা পাইবেন কেমনে? :3 আগে মরেন তারপর বুঝবেন ঠ্যালা। যেমন কাজ করবে তেম ফল পাবে বিশ্বাস হয় না? তো করে দেখো। মৃত্যুর পর পরকাল আছে বিশ্বাস হয় না তো মরে দেখো।
Posted on: Sun, 22 Sep 2013 11:08:05 +0000

Trending Topics



tbody" style="min-height:30px;">
My Grades :-D (Gusto ko lng po ipakita kxe masaya ako. )
Black Friday & Cyber Monday Deal ENIGMA by Alexandra De Markoff
- AE VC ESTÁ NO TRABALHO SUPER DESMOTIVADO RECEBE UMA LIGAÇÃO

Recently Viewed Topics




© 2015