দীর্ঘদিনের কোনো - TopicsExpress



          

দীর্ঘদিনের কোনো ভালবাসারসম্পর্কযদি কোনো কারণে ভেঙ্গে যায়,তখন তা কোনো অবস্থাতেইজোড়া লাগেনা,.চেষ্টা করাটাও বোকামি ।ভাঙ্গা কাঁচকোনো ভাবে জোড়া দিলেও যেমনদাগ থেকে যায় আরযে কোনো সময় ভেঙ্গে যেতে পারে,চায়না মালেরমত ..সরি চায়না মোবাইলের মত..ক্ষনস্থায়ী ,ভঙ্গুর।আর তার পর দুজনেই মানসিক ভাবে আঘাত প্রাপ্ত হয়ে যে যার মতনিজের পথ বেছে নেয়।তারা কিন্তু কখনই ভালো বন্ধু হতে পারেনা,সম্ভবনা ।পুরনো স্মৃতি দু:স্বপ্ন হয়ে ফিরে ফিরে আসে ...আবার শত্রুও হতে পারেনা,পরস্পরেরক্ষতি কখনইচায় না।কারণএকটা সময় তারা একে অন্য কে গভীর ভাবে ভালবাসত..আরভালবাসার মানুষটির ক্ষতি কেই বা চাইতে পারে!!!তখন তারা হয়ে যায় একে অন্যের সবচাইতে পরিচিত আগুন্তুক ..Themost familiar strangers ..."আর এজন্যই হয়তবা ,কিছু স্থান সবসময়ই শূন্য রয়ে যায়..কিছুপথে কেউই হেঁটে যায় না..কিছু গল্প কখনইবলা হয়ে ওঠেনা আরবুকের ভিতর সবসময় চিনচিনে ব্যথার মতসযতনে পুষে রাখা কষ্টগুলো চিরকালই রয়ে যায় অব্যক্ত ......."পোস্টটি এক মেডিকেল পেজ থেকে সংগৃহীত । ভালো লাগলেলাইক এবং শেয়ার
Posted on: Fri, 12 Jul 2013 07:22:42 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015