দেশের রাষ্ট্রীয় - TopicsExpress



          

দেশের রাষ্ট্রীয় মালিকানাধীন সবচেয়ে বড় ব্যাংক সোনালী ব্যাংক লিমিটেডের ২০১৫ র ক্যালেন্ডার মুসল মানদের ধর্মীয় অনুভূতিতে মারাত্মক আঘাত হেনেছে ! অবশেষে সোনালী ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদের সাচ্চা মুসলমান সদস্যরা ২ কোটি টাকা খরচে ছাপানো ৬ লাখ ক্যালেন্ডার প্রত্যাহার করে নিতে বাধ্য করেছে সোনালী ব্যাংক কর্তৃপক্ষকে ! ব্যাংক কর্তৃপক্ষ দুঃখ প্রকাশ করে নতুন করে আবার ক্যালেন্ডার ছাপানোর নির্দেশ দিয়েছে ! ৬ পাতার ক্যালেন্ডারের ৪ পাতায় মসজিদের ছবি থাকলেও ১ পাতায় হিন্দুদের কান্তজীর মন্দির ও ১ পাতায় বৌদ্ধদের স্বর্ণ মন্দিরের ছবি এঁকে দেওয়া হয়েছে ! সোনালী ব্যাংকে কর্মরত অমুসলিমরা ৪ পাতায় ৮ মাস মুসলমানদের মসজিদকে সহ্য করলেও তাঁদের অনুভূতিতে কোন আঘাত লাগার কথা নয়; কেননা, ওরা তো অনুভূতিশুন্য ! কিন্তু কিছু অবিবেচক মুসলমান ২ পাতায় ৪ মাস মন্দির দর্শনে বাধ্য করে তাঁদের অনুভূতিতে আঘাত দেওয়ার অপচেষ্টা করেছিলো ! এটায় মুসলিম নিতি
Posted on: Fri, 09 Jan 2015 08:22:07 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015