দেশের সকল উপজেলায় - TopicsExpress



          

দেশের সকল উপজেলায় সার্বিক গ্রাম উন্নয়ন কর্মসূচি সম্প্রসারিত করা হবেঃ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সমবায় আন্দোলন আরো জোরদার করার লক্ষ্যে তাঁর আহ্বান পুনর্ব্যক্ত করে বলেছেন, গ্রামীণ অর্থনীতিতে আরো গতিশীলতা আনয়নের লক্ষ্যে দেশের সকল উপজেলায় সার্বিক গ্রাম উন্নয়ন কর্মসূচি সম্প্রসারিত করা হবে। তিনি বলেন, সার্বিক গ্রাম উন্নয়ন কর্মসূচির অধীনে দেশের ৬৬টি উপজেলায় ৪ হাজার ২৭৫টি গ্রামে সমবায় সমিতি গঠন করা হয়েছে। প্রধানমন্ত্রী বলেন, গ্রামীণ অর্থনীতিতে আরো গতিশীলতা আনয়নের লক্ষ্যে দেশের সকল উপজেলায় এই কর্মসূচি সম্প্রসারিত করা হবে। শেখ হাসিনা আজ সকালে রাজধানীতে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ৪৩তম জাতীয় সমবায় দিবস উদ্বোধনকালে বলেন, এই কর্মসূচির মাধ্যমে সমবায়ীরা প্রশিক্ষণ গ্রহণের পর নানা পণ্য উৎপাদন করছে। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ৪৩ তম জাতীয় সমবায় দিবসের বিভিন্ন অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। Sarbik Gram Unnayan Karmosuchi Will Be Expanded To All Upazillas: PM Prime Minister Sheikh Hasina today reiterated her call to further speed up and strengthen the cooperatives movement, saying that the Sarbik Gram Unnayan Karmosuchi would be expanded to all upazilas of the country to infuse more dynamism into the rural economy. She said 4,275 village cooperatives associations have been formed in 66 upazilas across the country under Sarbik Gram Unnayan Karmosuchi. The programme would be expanded to all upazilas of the country to further infuse dynamism into the rural economy, she said. YouTube Link: bit.ly/1o405lp
Posted on: Sun, 02 Nov 2014 08:43:15 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015