দেশজুড়ে চলছে থ্রিজি’র - TopicsExpress



          

দেশজুড়ে চলছে থ্রিজি’র উন্মাদনা - এই উন্মাদনাকে কাজে লাগাতে অভিনব কৌশল প্রয়োগ করছে সেলফোন অপারেটররা। অপারেটরদের মধ্যে ফের আলোচনায় চলে এসেছে গ্রামীণফোন। থ্রিজি বিরিয়ানি পর অপারেটরটি এবার নিয়ে এসেছে থ্রিজি ট্যাটু। আনুষ্ঠানিক নেটওয়ার্ক উদ্বোধনের পর থেকে থ্রিজি লোগো সম্বলিত এই উল্কি এঁকে দেয়া হয়েছে জিপি হাউজে কর্মরতদের হাতে। থ্রিজি উল্কি আঁকা এই হাতের ছবি এখন ছড়িয়ে পড়েছে অনলাইন সামাজিক নেটওয়ার্ক ফেসবুকেও। এভাবেই তৃতীয় প্রজন্মের এই নেটওয়ার্ক সেবা চালু করতে প্রতিযোগিতায় নেমেছে দেশের চারটি বেসরকারি সেলফোন অপারেটর। রাজধানী ঢাকা এবং বন্দরনগরী চট্টগ্রামের নিজস্ব অফিসে সেকেন্ডে ২০০ কিলোবাইট হারে তথ্য আদান প্রদানের এই তারহীন সংযোগ প্রযুক্তির সঙ্গে পরিচয় ঘটার সুযোগ করে দিয়েছে রবি এবং গ্রামীণফোন। দাফতরিকভাবে নিজেদের মধ্য থ্রিজি’র পরীক্ষামূলক ব্যবহার করছে এয়ারেটল ও বাংলালিংক। সেই অর্থে ১ অক্টোবর মঙ্গলবার গ্রাহক পর্যায়ে থ্রিজি চালু করেনি কোনো অপারেটরই। সীমিত আকারে বাণিজ্যিকভাবে এই সেবা চালু করতে আরো একটু সময় লাগবে বলে নিশ্চিত করেছে একাধিক সূত্র। আর উন্মাদনা থাকলেও থ্রিজি পরিষেবার জন্য বাংলাদেশের বাজার এখনো অমসৃণ থাকায় থ্রিজি সেবার প্রতিযোগিতা নিয়ে শঙ্কায় রয়েছেন অপারেটররা। থ্রিজি প্যাকেজ প্লান নিয়ে নানা হিসাব-নিকাশে এখন ব্যস্ত তারা। একই সঙ্গে থ্রিজি তরঙ্গের দুনিয়ায় নিজস্ব ব্র্যান্ডকে এগিয়ে নিতে চলছে প্রচারণার নানা কৌশল। থ্রিজি সেবা প্রচারণায় প্রথম চমক দেখায় রবি আজিয়েটা। প্রতিশ্রুতি দেয় ৩.৫ জি সেবা দেয়ার। অপরদিকে এই গণ্ডি ডিঙিয়ে ৩.৯জি সেবা দেয়ার কথা জানায় গ্রামীণফোন। আর চলতি পথে এবং উঁচু বিল্ডিংয়ের ভেতরেও আন্তর্জাতিকমানের ভিডিও স্ট্রিমিং সুবিধার সেবা দেয়ার প্রত্যয় ব্যক্ত করে বাংলালিংক। অবশ্য এ যাত্রায় কেবল সেবা চালুর টাইম লাইন ঘোষণা করেই ক্ষান্ত রয়েছে এয়ারটেল।
Posted on: Tue, 01 Oct 2013 07:05:27 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015