দেশটার নাম কিন্তু - TopicsExpress



          

দেশটার নাম কিন্তু বাংলাদেশ, আওয়ামী লীগ, বিএনপি না! এই দেশটা খারাপ, দেশ এ থাকবোনা, দেশ এর উন্নতি হবেনা কখনো এইসব বলে নিজের ইমেজটা যে ভালো বুঝাচ্ছেন তা কিন্তু না। এবং, দেশ তা আমাদেরই, তো পৃথিবীর অন্য দেশের সামনে বাংলাদেশ এর চেহারা কি হবে তা কিন্তু যথাযথ আমাদেরই দায়ভার। English Language এ কথা বল্লে নিজেকে হয়ত খুব স্মার্ট মনে হতে পারে, modern যাকে বলে আর কি, কিন্তু এই ইন্টারন্যাশনাল ভাষায় communicate করে নিজের দেশ কে বিশ্বের সামনে কতটুকু স্মার্ট বানাচ্ছি তা কি চিন্তা করি? আমেরিকা বলেন ইন্ডিয়া বলেন আর ইংল্যান্ড ই বলেন, কেও বাংলাদেশ এর ভালো কিন্তু চায়না! সুতরাং সাহায্যর হাত কেও বারাবেনা। ইংরেজিতে একটা প্রভাব আছে Dont wash your dirty laundry in public. এই নোংরা পলিটিক্স আমাদের মধ্যেই রাখি, বিদেশীদের বুঝতে দেয়াটা কি খুব প্রয়োজনীয়? বিশ্বাস করেন, mobile/computer এ বাংলা লেখাটা খুবই সহজ একটা কাজ এবং যত যা ই বলেন না কেন, মাতৃভাষা কেও কখনো ভুলে না; একটু চেষ্টার দরকার শুধু! সারাজীবন British দের গোলামীতে পড়ালেখা করেছি, যদি spelling mistake থাকে, আশা করি ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন। :)
Posted on: Mon, 05 Jan 2015 17:02:43 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015