দাড়ি, টুপি, হিজাবের - TopicsExpress



          

দাড়ি, টুপি, হিজাবের বিরুদ্ধে যখন কথা বলার সাহস হয়েছে তখন আরেকটু সাহস করে বলে ফেললেই বাংলাদেশে সবাই অমুসলিম তারপর বাংলাদেশকে ভারতীয় ব্রাহ্মণ্যবাদীদের হাতে তুলে দিতে চাই. বাঙালি নামে পৃথিবীতে কোনো ধর্ম আছে নাকি? প্রতিটি ধর্মের কিছু নিয়ম-কানুন থাকে, কিন্তু ভাষাগত পরিচয়ের কোনো বিধি-নিষেধ হয় না, হালাল-হারাম হয় না. মূলকথা হচ্ছে আমরা একসময় নিম্ন বর্ণের হিন্দু ছিলাম এবং বার্হ্মনদের দ্বারা নির্যাতিত ছিলাম, ফলে সাম্যের ধর্ম, মানবতার ধর্ম ইসলাম গ্রহণ করেছি, মানুষ হিসেবে সমান অধিকার পেয়েছি, মুসলিম হয়েছি। আর মুসলিম আইডেন্টিটির কারণে আমরা ১৯৪৭ সালের ১৪ আগস্ট ভারতীয়দের তালাক দিয়ে আলাদা হয়ে গিয়েছি। এত বড় ভারত মাতাকে আমরা নিম্ন বর্ণের হিন্দুরা মুসলমান হয়ে তিন টুকরা করে দিয়েছি। দীর্ঘদিন থেকেই তারা প্রতিশোধ নেয়ার অপেক্ষায় আছে, আর প্রতিশোধ নেয়ার জন্য কিছু দালালকে নিয়োগ দেয়া হয়েছে, এসব দালালরা আসল কথা বলার সাহস পাচ্ছে না, তাই ঘুরিয়ে-পেচিয়ে বাঙালি শব্দটি ব্যবহার করতেছে। নতুন নতুন মিতা হক দেখতে হলে আ:লিগ কে আবার ক্ষমতায় আনুন। আ:লিগ আবার ক্ষমতায় আসলে শুধু ৭১ টিভি নয় মিতা হকদের দেখতে পাবেন ফুটপাথে, আপনার বাড়ির ছাদে, ফ্লাইওভার-courtesy
Posted on: Fri, 18 Oct 2013 00:54:23 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015