দর্শন, যুক্তিবিদ্যা, - TopicsExpress



          

দর্শন, যুক্তিবিদ্যা, সৃষ্টিকর্তার অস্তিত্বে অবিশ্বাস এবং ভুলসমুহের সঠিক ব্যখ্যা Seeing is Believing বা যা চোখে দেখা যায় তাই বিশ্বাসযোগ্য, যা দেখা যায়না তার অস্তিত্ব নেই Philosophy বা দর্শনবিদ্যার এই একটা কথার মাধ্যমেই সুত্রপাত ঘটে জ্ঞান বিজ্ঞানের মুর্খ অধ্যায়ের। যেটা থেকে শুরু হয় সৃষ্টিকর্তা সম্পর্কে অবিশ্বাস। কিভাবে? মানুষ সৃষ্টিকর্তাকে চোখে দেখে না তবে প্রকৃতিকে স্বচক্ষে দেখে। যার ফলে মানুষ চন্দ্র, সূর্য ও প্রকৃতির পুজা করতে থাকে। এভাবেই জন্ম নেয় ডারউইনের মত প্রকৃতিপুজারীদের। আসলে বিকৃত বুদ্ধির মানুষগুলো সৃষ্টিকর্তার বিশ্বাস থেকে সাধারণ মানুষকে বের করে আনার জন্য কত কিছুই না করল। দর্শন, যুক্তিবিদ্যা এবং বিজ্ঞানের কিছু অংশ হল এর মূল উপাদান। সবচেয়ে অবাক করা ব্যপার হল, দর্শনবিদ্যার মুলভিত্তি হল Knowledge বা জ্ঞান। এই জ্ঞান নামক জিনিসটা কখনো চোখেও দেখা যায় না, হাতে ছোয়াও যায় না। তাই দর্শন অনুসারে জ্ঞানের কোন অস্তিত্বই নেই। বিষয়টা হাস্যকর বটে। একইভাবে আবেগ অনুভুতিরও দর্শনানুসারে কোন অস্তিত্ব নেই, হা হা হা How ridiculous! (যার আছে সে কিন্তু ঠিকই বুঝে :p ) আরেকটা ব্যপার হল, দর্শনে Imagination বা অনুমান নামক কোন কিছুর স্থান নেই। অথচ দর্শনবিদ্যার স্রষ্টারা হয়ত ভুলেই গেছে পৃথিবীর প্রতিটি মহত্‍ কাজের সুত্রপাত হয় কারো মাথায় আসা Imagination বা অনুমান থেকেই। তাই দর্শন বিশ্বাস করে অনুমান বিষয়টাকে অস্বীকার করার অর্থ হল সন্তান হয়ে নিজের বাবা মায়ের সাথে সম্পর্ক অস্বীকার করে নিজেকে জারজ হিসেবে প্রমান করা। হতেই পারে, যারা নিজেদেরকে বানরের ডেরিভেটিভ ভাবে তাদের দ্বারা এমন চিন্তা করা অসম্ভব কিছু নয়। লেখা শেষ করছি দর্শন তত্বের বিপরীতে খুব জনপ্রিয় একটা উক্তি দিয়ে, The world is vast, and your eyes are small. So its impossible to see and explore everything that reside on the earth. If you dont see a thing, that doesnt mean that the thing doesnt exist. #CyanTarek
Posted on: Wed, 17 Sep 2014 17:55:37 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015