দশম জাতীয় সংসদ নির্বাচন - TopicsExpress



          

দশম জাতীয় সংসদ নির্বাচন আয়োজনকারীদের বিচারের মাধ্যমে জাতিকে অবশ্যই দায়মুক্ত করতে হবে, কেন? >>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>> জাতি হিসাবে আমাদের এমনিতে লজ্জার শেষ নেই তার উপর নতুন নতুন লজ্জা এসে আরো দ্বিগুন উতসাহ উদ্দীপনা নিয়ে পুরাতন লজ্জাকে ফেল মেরেই যাচ্ছে। এইবার সহ তৃতীয়বার একদলীয় নির্বাচন হচ্ছে বাংলাদেশে। তবে পুর্বেকার একদলীয় নির্বাচনের চেয়ে এবারেরটা একেবারেই ব্যতিক্রম। এই নির্বাচনে একমাত্র ভারতীয় এবং ভুটানী ২ জন পর্যবেক্ষক ছাড়া দুনিয়ার কেউ এই নির্বাচনকে স্বীকৃতিও দেয়নি এবং পর্যবেক্ষকও পাঠায়নি তারপরও এই ভুয়া ও বিনোদনমুলক নির্বাচনটি হচ্ছে। নির্বাচনকেন্দ্রীক কি পরিমান প্রানহানি এবং সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে বা হবে তা এই মুহুর্তে সঠিকভাবে বলা মুস্কিল কারন এর অ্যাকশন রিয়েকশন কতদিন বা কতকাল চলবে সঠিকভাবে কেউ বলতে পারবে না। এতকিছুর পরও এই নির্বাচনে দিনশেষে দেখা যাবে ১০% ভোট কাস্ট হয়েছে , যে ১০% মানুষ ভোট দিয়েছে এই বিবেকহীন, মেরুদন্ডহীন এবং বিকৃত মস্তিষ্কের মানুষ গুলোই বিশ্ববাসীর কাছে জাতিকে চরমভাবে অপমানিত এবং লজ্জিত করেছে যার খেশারত এই জাতিকে চরমভাবে দিতে হবে। অর্থাৎ বিশ্ববাসী জেনে গেলো এই জাতির মধ্যে ১০% মানুষ হল ম্যাড এবং ইতিহাসে এটি রেকর্ড হয়ে গেল। সুতারাং যে বা যাহারা এই ভৌতিক নির্বাচন আয়োজন করার মাধ্যমে পুরো জাতিকে বিশ্ব সম্প্রদায়ের কাছে চরম এবং স্থায়ীভাবে কলংকৃত করেছে জাতিকে কলংকমুক্ত এবং দায়মুক্ত করার জন্য এই সব দল বা কমিশনের বিচার অবশ্যই বাংলার মাটিতে হতে হবে, নাহলে জাতি হিসাবে আমরা কোনভাবে দায়মুক্ত হতে পারবনা এবং বিশ্বেরকাছে আমাদের ইমেজ পুনরুদ্ধারও হবে না। Mohammad Abu Yousuf Bhuiyan
Posted on: Sun, 05 Jan 2014 14:17:33 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015