দুঃখিত মাননীয় - TopicsExpress



          

দুঃখিত মাননীয় প্রধানমন্ত্রী পিএসসি কাকে নিয়োগ দিবে সেটা পিএসসির ব্যাপার,আপনার সেখানে অনধিকার চর্চা না করাই ভাল। পিএসসি একটি সাংবিধানিক প্রতিষ্ঠান এটা আপনার কোন পৈত্রিক সম্পত্তি নয় যে আপনি যা ইচ্ছা তাই করবেন। আপনি যদি নিজেকে পাকিস্তানের স্বৈরশাসক আইয়ুব খানের উত্তরসূরী মনে করেন তাহলে ভিন্ন কথা। সামনে নির্বাচন জনগন আপনাকে যে চাকরিটা দিয়েছে সেটা টিকিয়ে রাখতে পারেন কিনা দেখেন,তারপর অন্যের চাকরি নিয়ে মাথা ঘামাবেন। ভেবেছিলাম আন্দোলন বোধ হয় স্থিমিত হয়ে যাবে। আপনার কাছ থেকে একটি দায়িত্বশীল বক্তব্য আশা করেছিলাম। কিন্তু হায় একি!!!!!! আপনি দেখি আমাদের কাটা গায়ে নুনের ছিটা দিলেন। আমি ভুলেই গেছিলাম যে আপনি নিজেও "বঙ্গবন্ধু কোটা"-র প্রধানমন্ত্রী। আপনার কাছ থেকে এর থেকে ভালো কিছু আশা করা অনভিপ্রেত। আন্দোলন বুঝি এইবার আর আপনার পেটোয়া বাহিনী দিয়েও ঠেকিয়ে রাখতে পারবেন না। কোটার মূলোত্পাটন আমরা করবই করবো। আর আপনি শুধু চেয়ে চেয়ে দেখবেন। "কোটাপ্রথা নিপাত যাবে, মেধাবীরা মুক্তি পাবে " - তানজিলা আখতার
Posted on: Thu, 18 Jul 2013 21:56:26 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015