দুই ধরণের Intellectual পাবেন ! - TopicsExpress



          

দুই ধরণের Intellectual পাবেন ! প্রথম ধরণ: এরা জ্ঞান অর্জন করে, গবেষণা করে, চিন্তা-ভাবনা করে > শুধুমাত্র Argument করার জন্য, ভুল ধরে বিশৃংখলা ও পরিবেশ নষ্ট করার জন্য, এবং Complain করে স্বাভাবিক পথকে বাধা সৃষ্টি করার জন্য ! দ্বিতীয় ধরণ: এরা জ্ঞান অর্জন করে, গবেষণা করে, চিন্তা-ভাবনা করে > একটি সুন্দর ভবিষ্যত গড়ার জন্য, পরিবর্তনের চেষ্টায় নিজেকে নিয়োজিত রাখে, তাদের চিন্তাধারার অবজ্ঞা করলে তারা পিছু হটে না...বিশৃংখলা তৈরী করে না...নিস্কৃয় হয় না! বরং একটি সুন্দর আগামী গড়ার স্বপ্ন হৃদয়ে লালন করতে থাকে...স্বপ্ন পূরণে নিরলস প্রচেষ্টা চালিয়ে যায় ! এবং একদিন সেই লক্ষ্যে পৌছে যায়..সফলতা অর্জন করে....লিজেন্ড হিসেবে ইতিহাসে পাতায় জায়গা করে নেয় ! পরিশেষে বলতা চাই, আমাদের একঝাঁক স্বপ্নবাজ ইঞ্জিন দরকার....ঝগড়াবাজ বগি নয় !
Posted on: Fri, 02 Aug 2013 10:43:10 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015