দুনিয়াতে সবাই প্রতিভা - TopicsExpress



          

দুনিয়াতে সবাই প্রতিভা নিয়ে জন্মায়।দুঃখজনক হলেও সত্যি অধিকাংশ মানুষ সারাজীবনেও তার প্রতিভার ক্ষেত্র খুজে পায় না।অধিকাংশ মানুষ অন্য একজনের প্রতিভা দেখে টাস্কিত হয়ে নিজের প্রতিভার কথা ভুলে যায়। “সবাই তো দুনিয়াতে মেসি , রোনাল্ডো হতে আসে নাই । আবার সবাই আইনস্টাইনও হতে আসে নাই।” কথাগুলা আমরা প্রতিদিনই শুনি, প্রতিদিনই বলি , কিন্তু কাজের সময় অন্য একজনের সাথে নিজেকে compare করে নিজেকে worthless ভাবা শুরু করি। COMPARISON জিনিসটা খুব খারাপ , খুব খারাপ । কখনও শান্তি দেয় না।
Posted on: Wed, 06 Aug 2014 15:56:42 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015