দুপাশে গাছের সারি, ছাদের - TopicsExpress



          

দুপাশে গাছের সারি, ছাদের মত অনেকদূর রাস্তাটাকে ঢেকে রেখেছে। পিচ ঢালা পথে তাই আলো-ছায়ার খেলা। বাম পাশে ছোট বড় টিলা একেবেকে চলে গেছে দূরে ... ডানপাশে রাস্তার সমান্তরাল রেল লাইন আর পাথরের সারি। নরম একটা রোদ, আর ঠাণ্ডা একটা বাতাসের ঝাপটা জানিয়ে দিয়ে যাচ্ছে শীতের আগমনী বার্তা। একে বলে পারফেক্ট ওয়েদার ফর সাইক্লিং। আমরা ছয়জন চালাচ্ছি এক লাইনে, একজনের পেছনে আরেকজন ... সুন্দর একটা ছায়া ঘেরা বাঁকে থামলাম, পানি খেতে হবে এবং একটু বিশ্রামের জন্য .. সাইকেলে থেকে নেমেই যার যার হাতে স্মার্ট ফোন, কেও নিউজ ফিড চেক করছে, কেও আপলোডে করা ছবির কমেন্টের রিপ্লাই দিচ্ছে, কেও সেলফি তুলছে .. সবার মাথা ফোনের উপর ঝুঁকে আছে, মিটিমিটি হাসি কারো মুখে, কারো মুখ ভাঁড়, সামাজিক যোগাযোগ হচ্ছে তবে সেটা ফেসবুকে। বাস্তবে এত সুন্দর একটা জায়গায় পাশাপাশি বসে আছি সবাই, কিন্তু কারো সাথে তেমন কথা হচ্ছে না, কথা হচ্ছে ফেসবুকের ভার্চুয়াল জগতে, যার নাম সোশ্যাল নেটওয়ার্ক!! আমার লাস্ট টুরের পরে আমি একটা সিদ্ধান্তে উপনীত হয়েছিলাম, এরপর টুরে বের হলে ফেসবুক ব্যাবহার হবে সীমিত সময়ের জন্য, একটা টাইম ফিক্স থাকবে শুধু সেই সময়ে, বাকি সময়ে নিজেদের মধ্যে সামাজিকতা পোক্ত করব। এই ভিডিও টি দেখার পর ব্যাপারটাকে আরেকটু সিরিয়াসলি নিচ্ছি - আমাদের যোগাযোগের মাধ্যম টা কে চলুন শুধু ফেসবুকে সীমিত না রেখে বাস্তব জগতেও নিয়ে আসি, যেমনটা আমরা ছিলাম আট-দশ বছর আগে?!
Posted on: Tue, 14 Oct 2014 06:16:15 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015