দ্য কালার অব আওয়ার - TopicsExpress



          

দ্য কালার অব আওয়ার সোনার বাংলাদেশ অথবা একজন অমানুষের স্বপ্নভঙ্গ By - Kamruzzaman Anik মনে পড়ে কি ঐ কবিতার অংশটা? ছোট ছোট বালুকণা, বিন্দু বিন্দু জল। গড়ে তোলে মহাদেশ, সাগর অতল। এভাবেইতো গড়ে ওঠে মানুষ; মানুষের জীবন, স্বপ্ন, আশা। কিন্তু সফল হয় কয়জন? জীবনতো প্রত্যেকটা প্রানীরই আছে, মানুষেরও আছে কিন্তু পার্থক্যটা কোথায়? পার্থক্য হল অন্যান্য প্রানী শুধু তাদের জীবন নিয়ে ভাবে আর মানুষ জীবনের সাথে তার স্বপ্ন আর আশা নিয়ে ভাবে। কিন্তু আজ আমার সোনার বাংলাদেশের একি হাল? মানুষের স্বপ্ন আর আশা মানুষের হাতে নেই; বিক্রি হয়ে গেছে টাকার কাছে। একটা চাকরি করবেন, ঘুষ; ভাল একটা প্রতিষ্ঠানে ভর্তি হবেন, ঘুষ; কোন একটা কাজ করতে যাবেন যা সমাজের জন্য মঙ্গলময়, এখানেও দু নম্বরি! এটাও ঠিক যে ছাত্র ভাল হলে কিছু একটা করে জীবিকা নির্বাহ করা যাবে, কিন্তু সবাই তো আর ভাল ছাত্র না! শিক্ষিত সমাজের কাছে আমার এই মূর্খ মনের কিছু প্রশ্ন; এখানে পরিক্ষায় লক্ষ লক্ষ ছাত্র ৮০% মার্ক পায়, আবার ভাল একটা প্রতিষ্ঠানে কতজন ছাত্র ভর্তি করায়? কত ছাত্র গ্রেজুয়েশন কমপ্লিট করে বেকার কেন? সমাজের কোন উন্নয়নমূলক কাজ করতে গেলে প্রতিনিয়ত বিপদে পরতে হয় কেন? শিক্ষকরা ছাত্রদের কি শিক্ষা দেয়? কেন তারা কোন ভাল প্রতিষ্ঠানে ভর্তি হতে পারেনা? কেন নিজেকে ভালভাবে গড়ে তোলতে পাড়েনা? কেন শেষ পর্যন্ত তাদের বেকার হতে হয়? ভাল ভাল প্রতিষ্ঠানে কেন ভাল ছাত্রগুলোকে ভর্তি করে? এরাতো এমনিতেই ভাল, এদেরকে আরো মাথা খারাপ করার কি প্রয়োজন? ডাউন মার্কের ছাত্রগুলোকে কেন ডাইন মার্ক প্রতিষ্ঠানে এনে ফেলা হয়; কেন এদেরকে ভাল প্রতিষ্ঠানগলো গ্রহন করেনা? চাকরীর জন্য কেন ঘুষের প্রয়োজন হয়? সামান্য একটা প্রাইমারি স্কুলের চাকরীর পরিক্ষায় একজন গ্রেজুয়েশন কমপ্লিটেড ছাত্রের চাকরী পেতে কেন এত ঘাম ঝরাতে হয়? একজন গ্রেজুয়েশন কমপ্লিটেড ছাত্রের কি অ আ ক খ; A B C D; ১ ২ ৩ ৪; 1 2 3 4 পড়ানোর যোগ্যতা নেই? অবশ্যই বলতে হবে আছে। তবে কেন ইন্টার্ভিউ দিতে হয়? কেন চাকরীটা হয়না? কোন একজন মহামানব যদি মনে মনে উদ্যোগ নেন যে উনি একটি ভাল শিক্ষা- প্রতিষ্ঠান, ধর্ম-উপাসনাকেন্দ্র, এতিমখানা বা এমন কিছু একটা তৈরি করবেন যা সমাজে মঙ্গল বয়ে আনে। কিন্তু কেন সেখানে টাকা চাইতে লোক আসে? সরকার কেন তার নিরাপত্তা নেয় না? যারা টাকা চাইতে আসে তাদের বা তাদের পরিবারের কি কোন ভবিষ্যৎ নেই? কেন সে টাকা চাইতে আসল? হয়তো বলবেন কর্মসংস্থান নেই তাই! কিন্তু সরকার কেন তার একজন নাগরিকের কর্মসংস্থানের ব্যবস্থা করেনি? ইন্ডিয়ান থ্রি ইডিয়টস মুভিতে উল্লেক্ষ কিছু কথা ছিল, মন যা চায় তাই কর, মনের বিরুদ্ধে কিছু করলে তা থেকে ভাল ফল আশা করা যায়না। যার যেই কাজের প্রতি আগ্রহ বেশি সে সেই কাজেই ভাল করবে। যার যেখানে কোন কিছুর প্রতি আগ্রহ নেই সে সেখানে ভাল করতে পারবেনা। আমার প্রশ্ন হল কোন স্টুডেন্ট কি তার মন যা চায় তা করতে পারে বা তার যে বিষয়ের প্রতি আগ্রহ সে বিষয়ে পড়াশোনা করতে পারে, নাকি শুধু স্টুডেন্ট অনুযায়ী আর অভিবাবকের ইচ্ছা অনুযায়ী ছাত্রজীবন এগিয়ে নিয়ে যায়? কিছুদিন আগে একটা পত্রিকাতে বিল গেট্স-এর একটা ইন্টার্ভিউ পড়েছিলাম। উনাকে প্রশ্ন করা হয়েছিল উনার জীবনের সবচেয়ে স্মৃতিময় মূহুর্ত সম্পর্কে। উনি তখন উত্তর দিয়েছিলেন এই প্রশ্নের, উনার ভাষায় বলছি, আমার স্কুল লাইফে আমি একবার ফেল মেরেছিলাম, তখন হেডমাস্টার আমার বাবাকে ডেকে এনে স্কুলের ফার্স্ট বয়কে দেখিয়ে আমার তুলনা দিচ্ছিলেন। এটা অবশ্য করুন কাহিনী, তবে মজার ব্যাপার হল সেই ফার্স্ট বয় আজ একটা মস্ত বড় সফটওয়্যার কোম্পানির হেড ইঞ্জিনিয়ার আর আমি সেই কোম্পানির মালিক যার কি না এমন আরো অনেকগুলো কোম্পানি আছে। আর আমাদের দেশে আজ ফেল করলে উৎসাহ তো বাদ দিলাম তাকে আরো হেনস্থা হতে হয়। পদে পদে অপমানে জর্জরিত হতে হয় কেউ একবারও তার গোপন মেধার দিকে তাকায়না। এতে সে নিজেও উৎসাহ হারিয়ে ফেলে লাইফটা ণষ্ট করে দেয়। আমার প্রশ্ন হল তার এই নষ্ট লাইফের জন্য কে দায়ী? সে নিজে, তার অপারগতা, না তার সমাজ? একটা ম্যাগাজিনে পড়েছিলাম বারাক ওবামা কে তার কোন এক শিক্ষক জিজ্ঞাস করেছিলেন, Whats your aim in life? তিনি উত্তরে বলেছিলেন, Becoming the future president of USA. আজ আমার সোনার বাংলাদেশের কেউ কি তার এইম ঠিক করতে পারে? না বাবা- মায়ের ইচ্ছা অনুযায়ী এইম ঠিক করে? নাকি শুধু পাঠ্যবইয়ের উল্লেখ করা সেই চিরচেনা ডাক্তার হওয়ার এইম নিয়ে দৌড়ায়? অন্যের দেখানো রাস্তায় যদি নিজে দৌড়ায় তাহলে তার দৌড়ানোর ক্রেডিট কি? পারবেন এই ছোট্ট মনের প্রশ্নগুলোর উত্তর যোগান দিতে? কিছু মনে করবেন না প্লিজ! আসলে নিজের জীবনটা খেয়ে ফেলেছি তো তাই! কিন্তু আমার মত আরো অনেকে তো আছে তাদের কি হবে? আমি। আমি কামরুজ্জামান। বাবা- মা, আমার পরিবার আর আমার এলাকায় আমাকে কাজল নামেই চেনে। তাছাড়া বিশেষ কিছু ব্যক্তি আছে যারা অনিক নামে চেনে। আমার পরিবারে সদস্য সংখ্যা ৫। বাবা- মা, আমি, আমার দুই বোন। পরিবারের বড় ছেলে আমি, তাই আদরও বেশি। ছোটবেলা থেকে স্বপ্ন বড় হয়ে মস্ত বড় ইঞ্জিনিয়ার হব। কিন্তু আজ বুঝতে পারছি আমার সোনার বাংলায় স্বপ্ন দেখাও পাপ! এখানে আমি আমার সম্পর্কে বলব কেউ আত্বপ্রশংসা ভাবলে আমার কিছুই করার নেই। ছোটবেলা থেকেই আমার লেখাপড়ার থেকে আজেবাজে ইলেক্ট্রনিকস স্কীল ভাল। বিভিন্ন বৈদ্যুতিক যন্ত্রপাতি, মোবাইল কম্পিউটার ইত্যাদির প্রতি আমার ঝোক বেশি ছিল। আমার সাথে সাথে আমার ফ্যামিলিও ভাবতে শুরু করল যে আমাকে ইঞ্জিনিয়ারিং পড়াবে। সেই অনুযায়ী মাধ্যমিকে সাইন্স নিয়েই পড়েছিলাম। কিন্তু পড়াশোনা কম করায় আমার ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন ঐ মাধ্যমিকেই ফেরি করতে হয়েছে। এখন উচ্চ মাধ্যমিকে আমি কমার্সের স্টুডেন্ট। এমনিতেই আমি পড়াশোনার প্রতি ভিত সন্ত্রস্ত তার ওপর নতুন এবং অজানা এক সাব্জেক্ট। সবাই ভাবে আমি ইন্টারমিডিয়েট-এ ভাল রেজাল্ট করব, কিন্তু আমি ভাবি কিভাবে আমি ৩৩% মার্কস পাব। এই অমানুষের স্বপ্নভঙ্গের জন্য কে দায়ী? এই অমানুষ নিজে; তার পরিবার; তার সমাজ; না তার স্বপ্ন? যদি সে নিজে হয়ে থাকে তাহলে কেন সে তার অতীত ভেবে চোখের জল ফেলে? তার পরিবার তো তার জন্য সবসময় সর্বোচ্চটা দিয়েছে তাহলে কেন তার পরিবার দায়ী হবে? আসলে এই অমানুষের মতে দায়ী তার স্বপ্ন। কেননা যেই সমাজ কোনদিন কাউকে কোন মঙ্গলের দিকে আহ্বান করেনা, খারাপ কাজে বাঁধা দেয়না, ভাল কাজে উৎসাহ দেয়না সেই সমাজে তার স্বপ্ন দেখাটাই সবচেয়ে বড় অপরাধ! কি হবে এখন তার? স্বপ্নে বিভোর হয়ে যেমন জীবন পার করা যায়না, তেমন স্বপ্নিল একটা জীবনের জন্য স্বপ্নের কোন বিকল্প নেই। হয়তো এই অমানুষের জীবন কোনদিকে যাবে এটা সে নিজেই জানেনা, কিন্তু জীবনতো আর থেমে থাকবেনা! ইংরেজীতে একটা কথা আছে না What is lotted can not be blotted. এই অমানুষ এই সূত্রটা মানে না!
Posted on: Sat, 30 Aug 2014 02:11:23 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015