দয়া করে পোস্ট টা পড়বেন - TopicsExpress



          

দয়া করে পোস্ট টা পড়বেন || সম্মানিত ডিপ্লোমা ভাই ও বোনেরা , বাংলাদেশের ইতিহাসে কুনো সরকারী /বেসরকারী ডিপার্টমেন্ট এ এত দীর্ঘ মেয়াদী আন্দোলন কখনো হয়েছে কি না তা কেউ ঠিক করে বলতে পারবেন না | আপনাদের আন্দোলন অনেক দৃঢ় ও সহজ শর্ত প্রযোজ্য ছিল আর এখনো আছে | আপনাদের আন্দোলন যদি স্বার্থক হয় তবে এর সুফল অতীত /বর্তমান /ভবিষ্যতের সবাই যারা ডিপ্লোমা পাস করবেন বা করেছেন ,তারা সবাই ই পাবেন |... কিন্তু অতি দুঃখের বিষয় হলো যে আন্দোলনরত অনেক ছাত্র ছাত্রী এখন নিষ্ক্রিয় হয়ে পড়েছেন |যা পরবর্তিতে যে কুনো আন্দোলনে কুফল বয়ে আনবে | এই আন্দোলনের ফসল ঘরে না তুলে ,কানে তুলো দিয়ে ঘরে বসে থাকবেন না | অনেক আন্দোলন ই পন্ড হয়ে যায় নেতৃত্বের অভাবে |তাই আমি সকল সরকারী /বেসরকারী ডিপ্লোমা ইনস্টিটিউট ভাই দের বলব ,সবাই নিজেদের ইনস্টিটিউট এ কমিটি ঘটন করে নেতৃত্ব দেন | বিজয় তো আপনাদের কাছাকাছি |তবে আর ঘরে বসে থাকবেন না |সবাই একত্রিত হউন |আন্দোলন জোরদার করুন | পরে তো আপনি ও আপনার ভাই বোনদের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার বলে পরিচয় দিতে পারবেন না | তা আর দেরী করবেন না | গেজেট দাও ,গেজেট চাই | রাজপথ ছাড়ী নাই,ছাড়ী নাই| আমরা সক্রিয় ভাবে অংশগ্রহণ করতে পারছি না বলে আমরা আন্তরিক ভাবে দুক্ষিত | সিলেট পলিটেকনিক ইনস্টিটিউট (২০০৫-২০০৬ ব্যাচ )
Posted on: Wed, 23 Oct 2013 12:03:14 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015