দয়া করে পুরোটা না পড়লে - TopicsExpress



          

দয়া করে পুরোটা না পড়লে কমেন্ট করবেন না। সাইকেল চালিয়ে পৃথিবীটা ঘুরে দেখবার স্বপ্ন নিয়ে যেদিন আমরা (অ্যাঞ্জেলা, দিপু ও আমি) পরিকল্পনা করতে বসি, সেদিন আমরা নিজেদেরকে বুঝিয়েছিলাম যে আমাদের এই কাজ খুব একটা সহজ না। আর তাই সেদিন প্রথমেই আমরা প্রতিজ্ঞা করেছিলাম যে, শত বাধা আসলেও আমরা হাল ছাড়বোনা। সম্ভবত সেই কারনেই টানা দুই বছরের বেশী চেষ্টার পরে আমরা তিন অনভিজ্ঞ (শতভাগ অনভিজ্ঞ) সাইক্লিষ্ট ২০০৫ এ পেরেছিলাম নিজেদের পকেটের টাকায় ৬৪ জেলা ভ্রমণের আনুষ্ঠানিক আয়োজন করতে। ৩৪ জেলা ভ্রমণের পরে অভিভাবকদের অনুরোধে অ্যাঞ্জেলা ও দিপুকে, আরেক বন্ধুসহ ঢাকায় চলে আসতে হয়। এই সময় ওরা মনে অনেক কষ্ট পেয়েছিলো, পুরো ভ্রমণ শেষ করার সুযোগ না পাওয়াতে। ওদেরকে বিদায় দেবার সময় বলেছিলাম, "ভুলেও ভাববে না যে তোমরা ব্যর্থ। শুধুমাত্র অভিভাবকদের খুশী করাতে আজ তোমরা ফিরে যাচ্ছো। মনে বিশ্বাস রেখো, ভাইয়া একদিন ঠিকই তোমাদেরকে নিয়ে আবার এই ৬৪ জেলা ঘুরবে।" আর কিভাবে যেন একটানা লেগেছিলাম। আর তাইতো টানা সাড়ে পাঁচ বছর পরে ২০১১/১২ তে আবার পারলাম ৬৪ জেলা ভ্রমণের আয়োজন করতে। এইসব ঘটনার কারণে সৃষ্টিকর্তার প্রতি এক অসম্ভব ভরসা ও বিশ্বাস চলে এসেছে। সৃষ্টিকর্তার প্রতি এই ভরসা ও বিশ্বাস আমাকে নম্র হতে শিখিয়েছে। একজন সাইকেল-ট্যুরিষ্ট হিসেবে যে প্রাপ্তি যথেষ্টই দুর্লভ, সেই প্রাপ্তি অর্জনের পরেও অহমিকা দেখাতে শিখি নাই। সবসময় সতর্ক থেকেছি, যেন নবীন কোন সাইক্লিষ্ট আমার কোন ব্যবহারে কোন কষ্ট না পায়। এই কথা সত্য বলে মেনেছি যে, আজ আমি যদি কোন দুর্বল কারোর ক্ষতি করি বা ক্ষতির পরিকল্পনাও করি, আগামীকাল সৃষ্টিকর্তা আমাকেই তা ফেরত দেবে। আর তাইতো চেষ্টা করেছি সবসময় সবাইকে উৎসাহ ও অনুপ্রেরনা যুগিয়ে যেতে। আজকাল ফেসবুকের এর কল্যাণে অসংখ্য সাইক্লিং গ্রুপ গড়ে উঠেছে। এর মাঝে কোন গ্রুপ হয়তোবা প্রায় নামসর্বস্ব গ্রুপ, আবার কোন গ্রুপ হয়তো অনেক কাজ করে যাচ্ছে। কিন্তু একটা বিষয় আমার কাছে সবসময়ই মনে হয়েছে যে, যা করা হয়েছে বা হচ্ছে তা যথেষ্ট নয়। হয়তোবা আরো অনেক-অনেক কিছুই করা যেত আরেকটু চেষ্টা করলে, আরেকটু লেগে থাকলে, আরেকটু সহযোগিতা পেলে, আরেকটু পরিশ্রম করলে, বিশ্বাসের ভিতটা আরেকটু শক্ত থাকলে। আমি জানি আরো অনেকেই এগুলো নিয়ে ভাবে। অনেকেই আমাকে বলেছে সাইক্লিং নিয়ে কাজ করতে। আর আমি নিজেও তা করতে ভালোবাসি। কিন্তু নতুন একটা দল খুলে কি লাভ, যদি সেই দল দেশকে নতুন কোন কিছু দিতে না পারে? কি লাভ যদি তাদের নিয়মিত কর্মকাণ্ড বলে কিছু না থাকে? কি লাভ বর্তমানে যা ঘটছে তার চেয়ে আরো ভালো কিছু দেশকে বা জাতিকে যদি নাই দিতে পারে? আর তাই সকল বন্ধুদের প্রতি আমার অনুরোধ, যদি আজ একটা নতুন দল খোলা হয় তাহলে সেই দলের কি কি কাজ করা উচিৎ বলে তোমরা মনে করো? দয়া করে জানাও। ধন্যবাদ। {বিঃ দ্রঃ যদিও এখানে সকল বন্ধুদের নিকট মন্তব্য চাওয়া হয়েছে, তবুও যে সকল বন্ধুরা আমার পূর্বের ষ্ট্যাটাসে ছিলেন (কমেন্ট/লাইক) তাদেরকে এখানে ট্যাগ করা হলো। আশা করি এই ট্যাগের কারনে কোন সমস্যা হলে তা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।}
Posted on: Thu, 22 Aug 2013 00:05:07 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015