ধিক্কার জানাবার ভাষা - TopicsExpress



          

ধিক্কার জানাবার ভাষা নাই। অ্যামেরিকার নিউইয়র্ক শহরে নতুন একটি মদের দোকান খোলা হচ্ছে , যার নাম দেয়া হয়েছে - এপ্যল মক্কা (Apple Mecca ). আর সবচাইতে আশ্চর্য ও অনুশোচনার বিষয় হচ্ছে , ওই মদের দোকানের বাহ্যিক রূপটিও দেয়া হয়েছে অনেকটা ধর্মপ্রাণ মুসলমানদের প্রাণপ্রিয় পবিত্র কাবাঘরের আদলে । আর সেখানে লেখা হয়েছে- APPLE VS KABBA (#নাওজুবিল্লাহ) । আমেরিকান সকল ধর্মপ্রাণ মুসলিম নাগরিক এই বিষয় তীব্র প্রতীবাদ জানাচ্ছে। বেশ কিছু ইংরেজি ব্লগে এই নিয়ে চলছে তুমুল ঝড় ! আমরা আর তীব্র ও প্রতীবাদ জানাচ্ছি ও নিন্দা জানাচ্ছি । এই মুহূর্তে অনলাইনে থাকা সকল মুসলমান শেয়ার করুন ।
Posted on: Mon, 22 Jul 2013 03:07:23 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015