ধরেন, আমি মারা গেলাম। - TopicsExpress



          

ধরেন, আমি মারা গেলাম। আমার পরণে সাদা কাপড়। বাসায় মানুষের ঢল। মাটিয়াল রা আমার কবর তৈরী করতেছে। ধরেন, আমার দাফন হয়ে গেছে। একে একে সবাই কবর জিয়ারত করে যার যার বাসায় চলে যাচ্ছে। ধরেন, আমার মৃত্যুর ৪০ তম দিন আজ। কিন্তু সবাই আমাকে ভুলে গেছে। আমার আম্মুর কান্না ও একটু দূর হয়ে গেছে। যে ফ্রেন্ড্রা আমাকে ছাড়া আড্ডা দিত না ওরা আজ আড্ডা দিতেছে। ধীরে ধীরে ২মাস, ৩মাস, ১ বছর, ২ বছর চলে যাবে। কিন্তু আমি থেকে যাব পুরোন স্রীতির পাতায়। ফলে কেউ আমাকে আর মনে রাখবেনা, আমার জন্য একটু ও কাদবেনা। ..........আমি স্বার্থপর তাই চলে গেছি সবাই কে ছেড়ে এক নিস্তব্ধ জায়গায়......!Gave, I was dead. My wearing white clothes. Home crowd. Matiyala R u ready my grave. Gave, I was buried. All decisions of which one is going to leave the house. Philosophy, 40th day of my death today. But everyone has forgotten me. I started crying, and little has gone away. Phrendra not sent me today, except that given by chat. Slowly months, 3 months, 1 year, two years away. But Im going to the old pages sritira. This will not someone think of me, for me and kadabena. Am I selfish to leave .......... everyone ...... a peaceful place!
Posted on: Thu, 04 Sep 2014 15:14:52 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015