ধরুন, আপনি ব্যাচেলর। মেস/ - TopicsExpress



          

ধরুন, আপনি ব্যাচেলর। মেস/ হোস্টেলে থাকেন। ১৫ দিন ধরে একই শার্ট পড়ছেন। এরপরও মনে মনে ভাববেন, "কই! শার্টটাতো ময়লা হয়নি ! আরো কয়েকদিন পড়তে পারবো।" আর বিয়ের পর, ২ দিন এক শার্ট পড়ছেন। এরপরদিনই বউকে বলবেন, "উফফ! কি যে কর না তুমি! কোন কাপড় ময়লা হলো কি না, খেয়াল রাখবা না! এত ময়লা শার্ট পড়া যায়?" ব্যাচেলর লাইফে কতদিন বারোটা একটায় ঘুম থেকে উঠছেন, তার হিসাব নাই। সকালের নাস্তা, রাতে খাবার কত দিন খান নাই তারও হিসাব নাই। আর বিয়ের পর একদিন যদি রান্না একটু লেইট হয়, " আসলে সারা দিন করো কি তুমি? রান্নাটাও টাইম মত করতে পারো না। জীবনেও এত লেইট করে, নাস্তা করি নি।" ব্যাচেলর লাইফে ছুটির দিনে এন্জেল, প্রিন্সেস, পরীদের নিয়ে কত ঘুরতে গেছেন!! বিয়ের পর বউ একদিন বললো, "চল, আজ কোথাও থেকে বেড়িয়ে আসি।" আপনি তখন বলবেন, " তোমরা এত বিবেক হীন হউ কিভাবে? এক সপ্তাহ পর আজ ছুটি পেলাম। বাসায় একটু রেস্ট নেব। পত্রিকা পড়বো, টিভি দেখবো। আর তুমি বলছো বেড়াতে যাবো? এই বয়সে এগুলো ন্যাকামি মনে হয়।" বিয়ের আগে বুয়ার হাতে, রেস্টুরেন্টে কত ছাইপাশ মার্কা খাবার খেয়েছেন? অথচ বিয়ের পর, একদিন তরকারিতে যদি একটু বেশি লবণ হয়, " জীবনে কি শিখছো তুমি? রান্নাটাও ভালোভাবে করতে পারো না! জীবনেও এধরনের খাবার মুখে দেই নি।" কিছুই বলার নেই। আফ্টার ম্যার্রেইজ, উই থিন্ক আওয়ার্সেল্ভ এজ জমিদারের নাতি। D
Posted on: Wed, 18 Sep 2013 09:51:12 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015