ধর্ষনের হার অনুযায়ী - TopicsExpress



          

ধর্ষনের হার অনুযায়ী ২০৬টি দেশের মধ্যে প্রথম ৫ দেশ--> ১) South Africa: প্রতি ১০ লক্ষ নারীতে ১১৯৫ জন ধর্ষিত হয়/এই দেশে মেয়েদের পর্দা আবশ্যক না/ ২) Australia: প্রতি ১০ লক্ষ নারীতে ৭৭৭ জন ধর্ষিত হয়/এই দেশে মেয়েদের পর্দা আবশ্যক না/ ৩) Canada:প্রতি ১০ লক্ষ নারীতে ৭৩৩ জন নারী ধর্ষিত হয়/এই দেশে মেয়েদের পর্দা আবশ্যক না/ ৪) Zimbabwe: প্রতি ১০ লক্ষ নারীতে ৪৫৭ জন নারী ধর্ষিত হয়/এই দেশে মেয়েদের পর্দা আবশ্যক না/ ৫) U.S.A: প্রতি ১০ লক্ষ নারীতে ৩০১ জন নারী ধর্ষিত হয়/এই দেশে মেয়েদের পর্দা আবশ্যক না/:-P এবার দেখুন তালিকার শেষের ৫ টি দেশ: ১) Saudi Arabia: শেষের দিক থেকে ১ নম্বর/এখানে প্রতি ১০লক্ষ নারীতে ২ জন ধর্ষিত হয়/ শরিয়া আইন এ চলে/মেয়েদের পর্দা না করে বের হওয়া মানা/ ২) Azerbaijan: শেষের দিক থেকে ২ নম্বর/প্রতি ১০ লক্ষ নারীতে ৩জন ধর্ষিত হয়/মেয়েদের পর্দা আবশ্যক/ ৩) Yemen: শেষের দিক থেকে ৩ নম্বর/ প্রতি ১০ লক্ষ নারীতে ৪ জন ধর্ষিত হয়/মেয়েদের পর্দা আবশ্যক/ ৪) Indonesia : এখানে প্রতি ১০লক্ষ নারীতে ৫ জন ধর্ষিত হয়/মেয়েদের পর্দা আবশ্যক/ ৫) Oman: এখানে প্রতি ১০ লক্ষ্যে ১৮ জন নারী ধর্ষিত হয়/পর্দা আবশ্যক/:-):-) মীরজাফর-ইক-বাল ষাঁড়, রোকেয়া, মিতা রহমান, মুরগী কবির এর মাথায় শুভ বুদ্ধির উদয় হোক/;-> আর আশা করি এ থেকে আমার মা-বোনেরা শিক্ষা নিবেন..
Posted on: Fri, 23 Aug 2013 15:06:56 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015