ধ্যনবাদ - TopicsExpress



          

ধ্যনবাদ স্পর্শকে ধ্যনবাদ স্পর্শ, হে স্পর্শকে অশেষ ধ্যনবাদ। যার কারণ, এই সংগঠন সাথে কাজ করার অভিজ্ঞতার কারণে একটি International Organization( British Council ) সাথে কাজ করার সুযোগ পেলাম। British Council ঢাকার libery relaunch করলো। এইজন্য তারা কিছু Event support Executive নিল। যার requirement ছিল graduate ও বিভিন্ন event এর সাথে যুক্ত ছিল তারা । আমি Online circular টা দেখে apply করলাম ভাগ্য ক্রমে short listed হলাম। Interview call আসল Interview দিতে গেলাম এর মধ্যে একটা প্রশ্ন করল “ What is your xperience about the event management আমি মনে হই ২ মিনিট বলে ছিলাম, উত্তরে যা বলেছিলাম তা স্পর্শ এর সকল কর্মকাণ্ড, যার সাথে আমি যুক্ত ছিলাম। এই প্রশ্নের উত্তরে তারা Pleased বুজতে পেরেছিলাম। তারপর ও এত compition এর মধ্যে কেমন যেন শঙ্কা ছিল। তারপর Finally Selected হলাম সে জন্য ধ্যনবাদ স্পর্শকে । যদিও কাজটা সীমিত সময়এর ছিল। কিন্তু Traning Session এ অনেক experience হল , ভালো Team Work হল , British Council এ সব ইভেন্ট offer পাবো officially listed executve। এবং United nation Event এ কাজ করার সুযোগ তৈরি হল। ধ্যনবাদ সিরাজুল ইসলাম রাশেদ, ফিরোজ সিকদার, গাজী তৈয়ব, গাজী আকবর, সজল সিকদার,গাজী আক্কাস, অমর রায় মালাকার, রুবেল তালুকদার সহ সকল স্পর্শের সদস্যকে...... যাদের কারণে স্পর্শের পথচলা ...... যাদের কারণে সুযোগ পেলাম কাজ করার । কাজটা সীমিত সময়এর হলেও অভিজ্ঞতা অনেক। বুঝতে পারলাম কোন কাজ ভালবেশ এ করলে তার প্রতিদান থাকে । স্পর্শের প্র্তি আমার যে বিনিয়োগ ছিল তার অনেক বেশি ফেরত আসল, কথাটি ব্যাবসায়িক মনে হলেও বাস্তাবতা এটি… আবারও ধ্যনবাদ স্পর্শকে ......
Posted on: Mon, 22 Sep 2014 18:29:44 +0000

Trending Topics



ight:30px;">
Nance Grant and Marshall McGuire had a fantastic time hearing
União estuda volta de incentivo fiscal para carros (Valor
2) Life can be hard for families, but Jesus gives us rest Life
20-10 Happy Vietnamese Womens day, We are women, we are strong,

Recently Viewed Topics




© 2015