নিউজিল্যান্ডকে - TopicsExpress



          

নিউজিল্যান্ডকে বাংলাওয়াশ করায় অনেক আনন্দিত। তবে তাদের জন্য একটু আফসোসও হচ্ছে। ২০১০ এর বাংলাওয়াশের পর স্পন্সর হারিয়ে তাদের ক্রিকেট বোর্ড পড়েছিলো চরম হুমকি আর আর্থিক সংকটে। এই খারাপ লাগাটা অবশ্য অন্য সব দলের জন্য হবেনা। আমাদের পার্শবর্তী দেশ ভারত আর পাকিস্তান আমাদের ক্রিকেটের উন্নয়নে সাহায্য করেনি, এমনকি প্রশংসা বা উৎসাহ না দিয়ে সব সময় অবজ্ঞা, অপমানিত করার চেষ্টা করেছে!! আমরা যখন টেস্টে হেরে চলছিলাম তখন ফ্লেমিং বলেছিলো খেলে যাও, আমরা প্রথম টেস্ট জিতেছিলাম ৪৫ ম্যাচ পর। বিপিএলে যখন ভারত পাকিস্তানের ধারাভাষ্যকাররা আসেনি তখন নিউজিল্যান্ড থেকে উড়ে এসেছিলেন ড্যানি মরিসন। যিনি কিনা ছিলেন ২০১০ এর বাংলাওয়াশের প্রত্যক্ষদর্শী! এশিয়া কাপে যখন সারা পৃথিবী সিওর সাকিব আউট না, তখন রমিজ রাজা ভারতের দালালি করে বলে ওঠে, ইটস মাইট বি আউট! আর গাজী হ্যাট-ট্রিক করার পর ড্যানি মরিসন উত্তেজনায় বলে উঠেন ইটস আ গ্রেট রেকর্ড। প্রথম টেস্টেই দেখেন না, সাকিবের ফিফটির জন্য ম্যাককালাম আম্পায়ারকে অনুরোধ করে ১ ওভার বেশি করালেন। এটাইতো জেন্টেলম্যান গেম। একটু আফসোস করলে কি অন্যায় হয়ে যাবে? মূল লেখাঃ কাকতাড়ুয়া
Posted on: Tue, 05 Nov 2013 10:14:25 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015