নাগরিক শক্তি: সংগঠন (Nagorik - TopicsExpress



          

নাগরিক শক্তি: সংগঠন (Nagorik Shakti : Organization) ন্যাশনাল কাউন্সিল (National Council) মেম্বারস (Members) ড. এটিএম শামসূল হুদা: সাবেক প্রধান নির্বাচন কমিশনার; সাবেক সচিব (সিনিয়ার) ড. সাদত হুসাইন: সাবেক মন্ত্রী পরিষদ সচিব; পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি) র সাবেক চেয়ারম্যান (সিনিয়ার) জনাব আলী ইমাম মজুমদার: সাবেক মন্ত্রিপরিষদ সচিব ব্যারিস্টার আমির-উল-ইসলাম: বাংলাদেশের প্রথম সংসদের সংসদ সদস্য এবং বঙ্গবন্ধু কর্তৃক গঠিত মন্ত্রীসভার সদস্য; ভিজিটিং ফ্যাকাল্টি মেম্বার, National Law School University of India এবং Tufts University; গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংবিধানের ড্রাফটিং কমিটির সদস্য; প্রাক্তন প্রেসিডেন্ট, সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশান (সিনিয়ার) ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ: বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির প্রাক্তন সভাপতি (সিনিয়ার) ব্যারিস্টার মঈনুল হোসেন: তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা; চেয়ারম্যান, এডিটরিয়াল বোর্ড, The New Nation (সিনিয়ার) বঙ্গবীর আবদুল কাদের সিদ্দিকী: বীর উত্তম; প্রবীণ রাজনীতিবিদ (সিনিয়ার) জনাব আ স ম আব্দুর রব: প্রাক্তন মন্ত্রী; প্রবীণ রাজনীতিবিদ; মুক্তিযোদ্ধা (সিনিয়ার) জনাব মুজাহিদুল ইসলাম সেলিম: প্রবীণ রাজনীতিবিদ (সিনিয়ার) জনাব কমরেড খালেকুজ্জামান: প্রবীণ রাজনীতিবিদ (সিনিয়ার) জনাব দিলিপ বড়ুয়া: প্রবীণ রাজনীতিবিদ; সাবেক মন্ত্রী (সিনিয়ার) ড. ফেরদৌস আহমেদ কোরেশী: প্রবীণ রাজনীতিবিদ (সিনিয়ার) মেজর জেনারেল (অব:) সৈয়দ মুহম্মদ ইব্রাহীম, বীর প্রতীক: প্রবীণ রাজনীতিবিদ (সিনিয়ার) জেনারেল মুহাম্মদ মাহবুবুর রহমান : সাবেক সেনাপ্রধান; প্রবীণ রাজনীতিবিদ (সিনিয়ার) জনাব মেজর (অব:) আবদুল মান্নান: সাবেক মন্ত্রী; চেয়ারম্যান, বাংলালায়ন কমিউনিকেশান্স লিমিটেড (সিনিয়ার) জনাব মীর মোহাম্মদ নাসির উদ্দিন: প্রবীণ রাজনীতিবিদ; সাবেক মন্ত্রী; সাবেক মেয়র, চট্টগ্রাম সিটি কর্পোরেশান (সিনিয়ার) জনাব জাফরুল ইসলাম চৌধুরী: প্রবীণ রাজনীতিবিদ; সাবেক মন্ত্রী ও সংসদ সদস্য (সিনিয়ার) ব্যারিস্টার মওদুদ আহমেদ: প্রবীণ রাজনীতিবিদ; সাবেক মন্ত্রী ও সংসদ সদস্য (সিনিয়ার) জনাব শেখ রাজ্জাক আলী: প্রবীণ রাজনীতিবিদ; সাবেক স্পীকার ও সাংসদ (সিনিয়ার) ব্রিগেডিয়ার জেনারেল (অব:) আবু সুলতান মুহাম্মদ হান্নান শাহ: প্রবীণ রাজনীতিবিদ; সাবেক মন্ত্রী (সিনিয়ার) জনাব এম হাফিজউদ্দিন আহমেদ, বীর বিক্রম: প্রবীণ রাজনীতিবিদ; সাবেক মন্ত্রী ও সাংসদ (সিনিয়ার) এয়ার ভাইস মার্শাল (অব:) আলতাফ হোসেন চৌধুরী : সাবেক বিমান বাহিনী প্রধান এবং সাবেক মন্ত্রী (সিনিয়ার) Maj (retd) M Akhtaruzzaman : Former member of Parliament (Senior) জনাব সাদেক হোসেন খোকা : ঢাকার সাবেক মেয়র ও সাবেক মন্ত্রী; মুক্তিযোদ্ধা (সিনিয়ার) ড. আবদুল মঈন খান : সাবেক মন্ত্রী ও প্রবীণ রাজনীতিবিদ (সিনিয়ার) ড. ওসমান ফারুক : সাবেক মন্ত্রী ও প্রবীণ রাজনীতিবিদ (সিনিয়ার) ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া : সাবেক মন্ত্রী ও প্রবীণ রাজনীতিবিদ (সিনিয়ার) জনাব তরিকুল ইসলাম : সাবেক মন্ত্রী ও প্রবীণ রাজনীতিবিদ (সিনিয়ার) ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার : সাবেক মন্ত্রী ও প্রবীণ রাজনীতিবিদ (সিনিয়ার) জনাব আশরাফ হোসেন: প্রবীণ রাজনীতিবিদ; সাবেক সাংসদ ও উইপ (সিনিয়ার) জনাব নজরুল ইসলাম খান : প্রবীণ রাজনীতিবিদ; সাবেক মন্ত্রী ও সাংসদ (সিনিয়ার) নজরুল ইসলাম খান নজরুল ইসলাম খান ডাঃ জাফরউল্লাহ চৌধুরী: পরিচালক, গণস্বাস্থ্য কেন্দ্র; স্বাধীনতা যুদ্ধে মুক্তিযোদ্ধাদের চিকিৎসক; বাংলাদেশ ন্যাশনাল ড্রাগ পলিসি ১৯৮২ র অন্যতম প্রণেতা; স্বাধীনতা পদক, Ramon Magsasay Award সহ বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত (সিনিয়ার) জনাব শমসের মবিন চৌধুরী, বীর বিক্রম : কূটনীতিবিদ; পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক সচিব; সাবেক অ্যাম্বাসাডার; প্রবীণ রাজনীতিবিদ (সিনিয়ার) জনাব আমীর খসরু মাহমুদ চৌধুরী: প্রবীণ রাজনীতিবিদ; সাবেক বাণিজ্যমন্ত্রী ও সাংসদ (সিনিয়ার) জনাব আব্দুলাহ আল নোমান: প্রবীণ রাজনীতিবিদ; সাবেক মন্ত্রী ও সাংসদ (সিনিয়ার) জনাব এম মোরশেদ খান: প্রবীণ রাজনীতিবিদ; সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও সাংসদ (সিনিয়ার) জনাব এম এ জিন্নাহ: প্রবীণ রাজনীতিবিদ; সাবেক মন্ত্রী ও সাংসদ (সিনিয়ার) জনাব মণি স্বপন দেওয়ান: প্রবীণ রাজনীতিবিদ; সাবেক মন্ত্রী ও সাংসদ (সিনিয়ার) জনাব গয়েশ্বর চন্দ্র রায় : প্রবীণ রাজনীতিবিদ; সাবেক সাংসদ (সিনিয়ার) জনাব শামসুজ্জামান দুদু : সাবেক এমপি; প্রবীণ রাজনীতিবিদ (সিনিয়ার) Dr. Mizanur Rahman Shelley : Former Member of parliament and Minister, political analyst, thinker, litterateur, writer and social scientist, founder Chairman of Centre for Development Research, Bangladesh (CDR-B), Overseas Director, American Institute of Bangladesh Studies (AIBS) and Editor of quarterly “Asian Affairs” জনাব শেখ শহিদুল ইসলাম : প্রবীণ রাজনীতিবিদ; সাবেক শিক্ষামন্ত্রী (সিনিয়ার) জনাব নূরে আলম সিদ্দিকী: প্রবীণ রাজনীতিবিদ; মুক্তিযুদ্ধের সময়কার স্বাধীন বাংলা সংগ্রাম পরিষদের অবিসংবাদিত নেতা (সিনিয়ার) অধ্যাপক ড. আবু সাইয়িদ: সাবেক মন্ত্রী; প্রবীণ রাজনীতিবিদ (সিনিয়ার) ইঞ্জিনিয়ার আফসার উদ্দিন আহমেদ: সাবেক সংসদ সদস্য; প্রতিষ্ঠাতা, বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি, মেডিক্যাল কলেজ এবং ইব্রাহীম ইকবাল মেমোরিয়াল হসপিটাল, চন্দনাইশ; প্রতিষ্ঠাতা, Alltex Group; মুক্তিযোদ্ধা (সিনিয়ার) জনাব সুলতান মোহাম্মদ মনসুর : প্রবীণ রাজনীতিবিদ; সাবেক সাংসদ ও ঢাকসুর সাবেক ভিপি (সিনিয়ার) Mr. Syed Najibul Bashar Maijbhandari : Founder Chairman, Bangladesh Tarikat Federation জনাব পঙ্কজ ভট্টাচার্য: প্রবীণ রাজনীতিবিদ (সিনিয়ার) জনাব কাজী আকরাম উদ্দিন আহমেদ: সভাপতি, এফবিসিসিআই (FBCCI); ফাউন্ডার চেয়ারম্যান: স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড (সিনিয়ার) জনাব আবদুল হক: ডিরেক্টার, এফবিসিসিআই (FBCCI); এমডি, হকস বেই অটোমোবাইল লিমিটেড (সিনিয়ার) প্রফেসর ড. মুহম্মদ ইব্রাহীম: ঢাকা বিশ্ববিদ্যালয়য়ের পদার্থবিজ্ঞানের অধ্যাপক; বিজ্ঞান সাময়িকীর প্রতিষ্ঠাতা; এক্সিকিউটিভ ডিরেক্টার, Center for Mass Education in Science (CMES) (সিনিয়ার) প্রফেসর ড. মুহম্মদ জাফর ইকবাল: লেখক; বিভাগীয় প্রধান, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়; সহ-সভাপতি, বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটি (সিনিয়ার) জনাব খোন্দকার ইব্রাহীম খালেদঃ ব্যাংকার; সাবেক ডেপুটি গভর্নর, বাংলাদেশ ব্যাংক (সিনিয়ার) জনাব রফিউর রাব্বি: সাংস্কৃতিক ব্যক্তিত্ব; সংগঠক; সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের আহ্বায়ক প্রফেসর ড. শাহদীন মালিক: আইনজীবী, সুপ্রিম কোর্ট এবং অধ্যাপক, স্কুল অফ ল, ব্র্যাক ইউনিভার্সিটি ড. তুহিন মালিক: আইনজীবী, সুপ্রিম কোর্ট জনাব সৈয়দ আবুল মকসুদ: গবেষক, প্রাবন্ধিক ও কলাম লেখক জনাব কামাল লোহানী: সভাপতি, উদীচী শিল্পগোষ্ঠী; সাংস্কৃতিক ব্যক্তিত্ব প্রফেসর ড. মুনতাসীর মামুন: ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক; সভাপতি, বাংলাদেশ ইতিহাস সম্মিলনী; বাংলা একাডেমী পুরস্কার এবং একুশে পদক - ২০১০ প্রাপ্ত জনাব শাহরিয়ার কবির: লেখক; সাংবাদিক; ভারপ্রাপ্ত সভাপতি, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি; অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার আন্দোলনের সংগঠক জনাব ইমদাদুল হক মিলন: জনপ্রিয় লেখক ও নাট্যকার; সাংবাদিক; সাহিত্যে বাংলা একাডেমী পুরস্কারপ্রাপ্ত জনাব আনিসুল হক: জনপ্রিয় লেখক এবং কবি; সাংবাদিক এবং সিভিল ইঞ্জিনিয়ার; সাহিত্যে বাংলা একাডেমী পুরস্কারপ্রাপ্ত প্রফেসর ড. সিদ্দিক-ই-রাব্বানী: ফাউন্ডিং চেয়ারপার্সন, ডিপার্টমেন্ট অফ বায়োমেডিকাল ফিজিক্স অ্যান্ড টেকনোলজি, ঢাকা বিশ্ববিদ্যালয়; বাংলাদেশ একাডেমী অফ সায়েন্স কর্তৃক গোল্ড মেডেল প্রাপ্ত বিজ্ঞানী প্রফেসর ড. মোহাম্মদ কায়কোবাদ: অধ্যাপক, বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়; ফেলো, বাংলাদেশ একাডেমী অফ সায়েন্সেস; বাংলাদেশে প্রোগ্রামিং প্রতিযোগিতা এবং গণিত অলিম্পিয়াড সূচনার পথিকৃৎ প্রফেসর ড. মোহাম্মদ ইব্রাহীম খান: ডীন, স্কুল অফ ইলেকট্রিক্যাল অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়; প্রফেসর, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং; সভাপতি, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি প্রফেসর মামুনুর রশিদ: ভাইস প্রেসিডেন্ট, BD Ventures Limited; প্রাক্তন ডিরেক্টার, BRAC Business School; প্রাক্তন সিইও, সিটি ব্যাংক লিমিটেড জনাব মোঃ সবুর খান: চেয়ারম্যান, ড্যাফোডিল গ্রুপ; সাবেক চেয়ারম্যান, DCCI; সাবেক চেয়ারম্যান, বাংলাদেশ কম্পিউটার সমিতি জনাব মোহাম্মদ আজিজ খান : Managing Director, Summit Group; Chairman, Khulna Power Company Limited; Founder Chairman, BECA. জনাব আনোয়ার-উল আলম চৌধুরী (পারভেজ) : প্রাক্তন প্রেসিডেন্ট, বিজিএমইএ (BGMEA); Managing Director, Evince Group & Evince Garments Limited জনাব হানিফ সংকেত: টিভি, মিডিয়া ও সংস্কৃতি ব্যক্তিত্ জনাব ইলিয়াস কাঞ্চন: বাংলাদেশী অভিনেতা; নিরাপদ সড়ক চাই আন্দোলনের প্রধান কান্ডারী জনাব এস এম আকরাম: সাবেক সাংসদ প্রফেসর ড. এম এম আকাশ: প্রফেসর, অর্থনীতি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়
Posted on: Thu, 27 Nov 2014 02:47:11 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015