নিজের ঢোলটি পেটান: - TopicsExpress



          

নিজের ঢোলটি পেটান: বর্তমান যুগে নিজের ঢোল নিজে পেটানোতে লজ্জার কিছু নেই (যদি তা বানোয়াট না হয়)। আপনার সি.ভি.টি এমন ভাবে তৈরি করুন, যাতে তা আপনার সম্পর্কে উচ্চধারণা দেয় চাকরিদাতাকে। একই সি.ভি. সব জায়গায় পাঠাবেন না। সি.ভি.টি তৈরী করবেন চাকরির ধরণ বুঝে। চাকরির বিজ্ঞাপনটি বিশ্লেষণ করে সেটার সাথে মিল রেখে আপনার যোগ্যতাকে তুলে ধরুন। লেখার ফন্ট বেশি Artistic করবেন না, Arial, Verdana, Times New Roman বা এই জাতীয় formal Font ব্যবহার করুন। শিরোনামগুলি Bold করুন। লেখার ধাপগুলি ক্রমানুসারে আলোচনা করছি: ১. আপনার সি.ভি. আপনাকে রিপ্রেজেন্ট করে। কাজেই এটি যেন দৃষ্টিনন্দন হয়, সে বিষয়ে সচেষ্ট হোন। হেডিং-এ বেশি তথ্য রাখবেন না। আপনার নাম, সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা এবং বর্তমান পদবী (চাকরীরত হলে) লিখুন। ছোট করে আপনার কন্টাক্ট নাম্বার ও ই-মেইল অ্যাড্রেস রাখুন। ডান পাশে রাখুন আপনার পাসপোর্ট-সাইজ ছবি (আঠা দিয়ে লাগাবেন না) । ২. হেডিং এর নিচে থাকবে Career Objective. এখানে এমন কিছু লাইন সংক্ষেপে লিখবেন যাতে চাকরিদাতা শুরুতেই আপনার প্রতি আকৃষ্ট হয়। এবং আপনার সম্পর্কে তার ধারণা হয়, যে আপনি তার কোম্পানিতে কাজ করতে আগ্রহী এবং যোগ্য। উদাহরণ দিই: ক. যদি মার্কেটিং কোম্পানিতে আবেদন করেন, তাহলে লিখতে পারেন: To develop career in a dynamic marketing environment where my skills and knowledge will play vital role. খ. ধরুন, আপনি টেলিযোগাযোগ প্রতিষ্ঠানে আবেদন করেছেন, সেক্ষেত্রে লিখুন: Looking for a dynamic position in telecom sector where my efficiency and dedication will be required and valued. ৩. Career Summary-তে আপনার এ যাবৎকালের অভিজ্ঞতা ও অর্জন সংক্ষেপে লিখুন। বিষয়গুলো সংক্ষিপ্ত বাক্যে এবং বুলেট পয়েন্ট আকারে লিখবেন এবং তা যেন পরিমাণবাচক হয়। অর্থাৎ, “I have successfully achieved sales target of my company in 2012” এভাবে না লিখে লিখতে পারেন “Achieved 100% of Company’s Sales target in 2012”. অথবা “I have increased productivity of my company/department in a significant amount” না লিখে লিখতে পারেন “Increased productivity by 12% in 2012”. shajgoj/2013/08/5231/
Posted on: Thu, 06 Nov 2014 10:05:50 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015