নিজের প্রতি নিজের খুব - TopicsExpress



          

নিজের প্রতি নিজের খুব কনফিডেন্স লাগছে..! কারন বছর কয়েক পুর্বে এক জামায়াত নেতা বলেছিলেন যে তোমরা মওদূদীকে ঘৃণা করো ভালো কথা, জাকির নায়েককে অন্তত সমর্থন করো... আমি সেদিন বলেছিলাম পুরা কওমী ঘরানার কথা আমি বলতে পারবো না, তবে ব্যাক্তিগত ভাবে বলছি,, যেদিন আমার লেখাপড়া শেষ হবে, নিজেই হ্বক আর বাতিলের মধ্যে পার্থক্য করতে পারবো সেদিন ভাববো তাকে সমর্থন করবো কি না.. কারন আমি শুনেছি সে প্যান্ট-শার্ট পড়ে ইসলামী স্কলার সাজে, চার মাযহাবের ইমামদেরকে অস্বিকার করে,, নারী-পুরুষ একসাথে বসিয়ে নিজে লেকচার দেয়, এবং হিযাব বিহিন চেহারা খোলা নারীকে সবার সামনে এনে প্রশ্ন করায় এবং তাকে সবাই দেখে, সেই সাথে সাথে ইসলামকে সে মোডারেট ভাবে উপস্হাপন করে... যাক এর পরে প্রায় দুই বছর পেরিয়ে গেলো.. জাকির নায়েক সম্পর্কে সবকিছু জানতে লাগলাম, পাগলের মত ওনার লেকচার সংগ্রহ শুরু করলাম, আমার ল্যাপটপে প্রায় 50-GB ফাইল সব জাকির সাহেবের লেকচার.. তারপর ওনার প্রতি সমর্থনের পরিবর্তে মওদূদীর চেয়েও ওনাকে বেশি অপছন্দ হতে লাগলাম.. তারপর ওনার প্যান্ট-শার্ট পড়া মোডারেট ইসলামের ধারক-বাহক(!) ভক্তকুলকে দেখে সেই অপছন্দ ঘৃণায় রুপ নিলো....॥ আজ সেই জামায়াত নেতার সাথে আবার দেখা হলো. উনি এখন জামায়াতের রূকন.. ওনাকে সেই কথাটা মনে করিয়ে দিলাম.. বললাম আংকেল আমি জাকির নায়েককে সমর্থন করতে পারিনি বরং তাকে ঘৃণা করি... ওনার জবাবটা শুনে ভালোই লাগলো! উনি বললেন..: জাকির স্যারকে তো ইসলামী স্কলার হিসেবে আমিও সমর্থন করি না এখন! কারন উনি ওনার অগাধ মেধা ইসলামকে বিকৃত করার কাজে লাগাচ্ছেন... একথা বলতে যাবো না যে উনি কোন দলের হয়ে কাজ করছে তবে এতটুকু বলতে পারি উনি উদ্দেশ্য প্রণোদিত হয়েই এটা করে যাচ্ছেন....
Posted on: Sun, 29 Sep 2013 09:38:12 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015