**নিজের বিবেককে একবার - TopicsExpress



          

**নিজের বিবেককে একবার প্রশ্ন কর** আমরা যারা হোস্টেল অথবা মেসে থাকি। প্রতিদিন কি করি একবার একবার চিন্তা করি তো। আমাদের দিন শুরু হয় সকাল ০৯ টা বা১০ টা। ০৯টায় বা ১০টায় ঘুম থেকে ওঠে কেউ সকালের breskfast করে অথবা কেউ না করে নিজের কার্যকাম শুরু করি। কেউ কলজের উদ্দেশে বেরিয়ে পড়ি। কেউ মেসে বসে আড্ডা মারি। এবার কলেজে গিয়ে কি করি সেই কথায় আসা যাক। কলেজ campus এ গিয়ে নিজে টুনটুনি পাখিকে নিয়ে মাঠে ,কেন্টিনে,library বা পার্কে গিয়ে গ্রুপ Study করি। ক্লাসরুমে ক্লাস করি না কারন আমরা আর ছোট নেই যে ক্লাসরুমে ক্লাস করতে হবে!!! মাঝেমাঝে টুনটুনি পাখিকে নিয়ে বনজ্জলে, অথবা গণভবনেও ক্লাস করি। আমাদের মা বাবা এই জন্য শহরে হোস্টল অথবা মেসে পাঠিয়েছেন। আমাদের হয়তো এগুলো করতেই। যাই হোক, এ তো টুনটুনি পাখির কথা আমার না। এছাড়া কলেজের মাঠে, এখানে সেখানে বিড়ি সিগারেট ফুঁকি। আহ্ কি টান যেন মা বাবার রক্ত চুষে নিতেছি। ০২ -০৩ টায় কলেজ থেকে সেই চিরচেনা , চির অলস কারখানায় এসে launch করছি। এবার টুনটুনি পাখির ফোন,,,, ,,, -বাবু তুমি রুমে গেছো? launch করছো? --হ্যাঁ বাবু করেছি তুমি করছো??? টুনটুনি পাখি না বাবু এইতো ফ্রেশ হয়ে এলাম এখনি করবো বাবু বিকালে একটু শপিং যাবো তুমি রেডি থেকো। যাও এখন বিশ্রাম কর কেমন? ? --ok বাবু bye. এবার আব্বুর ফোন বাবা ফোন waiting কেন? কলেজে গিয়েছিলে? --ও আব্বু স্যারের সাথে কথা বলছিলাম। হুম আব্বু গিয়েছিলাম অনেক ক্লাস করলাম। এখন অনেক tried. -আচছা বাবা তুমি বিশ্রাম কর। এই বলে বাবা বিদায় জানায় তার ছেলে/ মেয়েকে। এবার বিকালে টুনটুনি পাখি অথবা বন্ধু সাথে বিড়ি ফুকে। ০৭ টায় রুমে আসে। এবার বই নিয়ে বসে টুনটুনি পাখির মেসেজ বাবু কি কর?? --এই তো math করছি ভালো লাগছে না। বাবু তোমাকে মিস করছি,, -তাহলে ফোন দাও,,,, --ok দিতেছি এভাবে ১ ঘন্টা। ডিনার শেষে একটু আড্ডা,,, হঠাৎ আব্বুর ফোন বাবা কি কর? এতো ডিনার করে ফিজিক্স পড়ছি। ঠিক আছে পড় বেশি রাত জেগো না কেমন? আচ্ছা আব্বু ফিজিক্সটা complete করে ঘুমিয়ে যাবো। এরপর text book ছেড়ে Facebook chating ১২ টা পর্যন্ত কার্ড খেলা (( তাস খেলা)) রাত ১২ টার পর আবার সেই টুনটুনি পাখির সাথে ফোন চলে ৩ টা পর্যন্ত। এরপর টুনটুনি পাখিকে Good night দিয়ে ঘুমানো। আমাদের মা বাবা কত কষ্ট করে নিজেরা না খেয়ে মাসে মাসে টাকা পাঠাইছে আর আমরা মা বাবার সাথে এভাবে প্রতারণায় করছি। নিজের বিবেক কে একবার প্রশ্ন কর.. মা বাবা কত স্বপ্ন নিয়ে তোমাকে শহরে পাঠাইছে,, মা বাবার স্বপ্ন আমরা এভাবে নষ্ট করে দিতেছি। আল্লাহ্ আমাদের ক্ষমা করবেন তো??? আমরা যারা এসব করছি তারা কি ক্ষমা পাবে? এখনো সময় আসে ফিরে আসি। মা বাবা কে সুন্দর একটা রেজাল্ট উপহার দেয়। নিজের ভবিষ্যৎ ক্যারিয়ার গড়ে তুলি। নিজের বিবেক কে জাগ্রত করি। আমার এই পোস্ট যদি কারো উপকার করে তাহলে আমি নিজেকে সার্থক মনে করবো । আর কাজে না আসলে নাই যার মাথা তার ব্যথা তাতে আমার কি
Posted on: Sat, 29 Nov 2014 06:06:00 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015