নাটোরের ছেলে ২২ বছরের - TopicsExpress



          

নাটোরের ছেলে ২২ বছরের তাইজুল ইসলাম বিশ্বরেকর্ড করেছেন। তিনি পৃথিবীর প্রথম বোলার যিনি উদ্বোধনী ওডিআইতে হ্যাট্রিক করেছেন। এর আগে তিনি টেস্টে ৩৯ রান দিয়ে আট উইকেট নিয়ে বাংলাদেশের বোলারদের মধ্যে সবচেয়ে ভালো পারফরমেন্স দেখিয়েছেন। আজকে তার সাক্ষাৎকার শুনে মনে হলো, এখনও তিনি অপাপবিদ্ধ নাটোরের ছেলেটিই রয়ে গেছেন। তাঁকে ঠিকভাবে গাইড করার দায়িত্ব দলের সিনিয়র খেলোয়াড়দের এবং ম্যানেজমেন্টের। তিনি যেন সুশৃঙ্খল থাকেন। তার মাথা যেন ঘুরে না যায়। তিনি তাঁর সাক্ষাৎকারে সবার দোয়া চেয়েছেন। আমরা প্রাণভরে তার জন্য দোয়া করছি। অল দি বেস্ট, ইয়ং ম্যান। Taijul Islam is another in a long line of left-arm spinners that Bangladesh have produced, but in his first international season he has come up with two outstanding displays which have made him stand out. In only his third Test, against ZImbabwe in Mirpur, he took 8 for 39, the best figures by a Bangladesh bowler in Tests. A month later, making his ODI debut against the same opponents at the same venue, he took a hat-trick, becoming the first bowler ever to take a hat-trick on ODI debut. espncricinfo
Posted on: Mon, 01 Dec 2014 14:08:38 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015