নাম তার - TopicsExpress



          

নাম তার ফারহানা Request পেয়ে আমি আনন্দে আটখানা ঝাক্কাস চেহারাটা, টানা টানা চোখ Message তো পাঠালামই, সেই সাথে Poke এই করে কেটে গেল দিন দশ- বারো একদিন ফারহানা Onlineএ এলো “Hi” দিয়ে করলাম chat start ফারহানা মেয়েটা Damn Smart সাথে সাথে রিপ্লাই “Wassup Dude” ঠাস করে ভাগ্যকে দিলাম Salute “কিসে পড়, বাসা কই” চ্যাটিং শুরু ভয় নেই আছে আমার Google গুরু লাখো লাখো টিপস সেথা মেয়ে পটানোর আমার তো নেই ভয় কথা ফুরানোর কিছুক্ষন চ্যাট করে বলে “Dude byee” “ক্লাস আছে সকালে ,যেতে হবে তাই” “ok friend, good night কথা হবে কাল” তার কথা ভেবে ভেবে হল যে সকাল পরদিন চ্যাট হল ঘন্টা দু’য়েক এই করে কেটে গেল সপ্তাখানেক বহু কথা, বহু গানে দুটি মন কাছে Facebook Friend এর চেয়ে আপন কে বা আছে ? সাহসেতে একদিন বুক বেধে তাই বললাম, ‘জান, তোমার Number টা চাই” রেগে-মেগে একাকার হল ফারহানা সেই সাথে শোনাল কথা দশখানা ফ্রেন্ডদের কাছে শেষে উপদেশ চাই বলে তারা Fake ID র অভাব তো নাই “ধুর” বলে উপদেশ দিলাম উড়িয়ে ফারহানা কি পারে দিতে মন গুড়িয়ে ? গৃহকোণ, PC on, দিলাম Sign in সাদাকালো লাগে যা ছিলো যে রঙিন Left Click ডানপাশে Pepole you may know বুক ফেটে বের হল, “OH GOD, NOOOOOOO” শত শত ID তে সেই মুখখানি কখনো সে ফারহানা, কখনো সে রানী সেই ছিলো আমার 1st online ছ্যাকা পরেও খেয়েছি বহু তাই ফুরোবে না লেখা!!!!...
Posted on: Tue, 08 Jul 2014 09:56:34 +0000

Trending Topics



style="margin-left:0px; min-height:30px;"> I want to be the first to wish my best friend of 30 years a happy
They incessantly over play the provacative movie trailer on the

Recently Viewed Topics




© 2015