নাম : রাফছান বয়স : ৯ - TopicsExpress



          

নাম : রাফছান বয়স : ৯ বছর ফেনী শিশু কিশোর একাডেমি তে ৩য় শ্রেনীর ছাএ| তার ২টো কিডনি বিকল হয়ে গেছে| বর্তমানে রাফছান Christian Medical College, Velor,INDIA. দিন দিন তার অবস্থার অবনতি হছে| মা ফুলগাজী মহিলা কলেজের শিক্ষিকা| বাবা বেসরকারী চাকরিজীবি| তার পরিবারের পক্ষে চিকিৎসা চালানো সম্ভব হচ্ছে না| তাকে বাঁচানোর জন্য ৩৬ লক্ষ টাকা প্রয়োজন| তাকে বাঁচিয়ে রাখতে প্রতিদিন ৭৫ হাজার টাকা প্রয়োজন| সে আপনার - আমার ছেলে কিনবা ভাই হতে পারতো| ১৪ কোটি মানুষের দেশে ৩৬ লক্ষ মা - বাবা, ভাই- বোন নাই? যারা সন্তান ভেবে এগিয়ে আসতে পারেন| আপনার ১টি টাকা রাফছানের জীবন বাঁচাতে পারে| bkash no 01915218525 Dutch bangla Mobile banking no 019152185251 Md.Morshed Chowdhury AC#010412100045966 Mercantile Bank Ltd. Agrabad Branch Chittagong. More Information plz contact this number 01816515798, 01915218525 (Morshed) - রাফসানের চাচা।
Posted on: Sun, 02 Nov 2014 09:27:50 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015