নোংরামীর নাম - TopicsExpress



          

নোংরামীর নাম সভ্যতা!! রেষ্টুরেন্টে বসে এক হুজুর নাস্তা করছেন। হাত দিয়ে রুটি ছিড়ে তরকারী মিশিয়ে খাচ্ছেন। পাশের টেবিলে তিনটা যুবক হুজুরের খাওয়ার প্রদ্ধতি দেখে হাসাহাসি করছে ও বিদ্রুপের সুরে হুজুরকে সেকেলে বলছে। হুজুর বললেন কি হয়েছে ভাই, আপনারা আমাকে নিয়ে হাসি ঠাট্টা করছেন কেন? তারা বলল আরে হুজুরসাহেব, আপনারা এখনো ১৫০০ বছর পিছিয়ে রয়েছেন, পিছটান বাদ দিয়ে বর্তমানের সাথে তাল মিলিয়ে চলতে শিখুন। হাত দিয়ে খাওয়া পুরনো যুগের প্রচলন। আধুনিকতার দাবী হল চামচ দিয়ে খাওয়া। হুজুর বললেন হাতে খেলে অসুবিধা কি? তারা ফিরিয়ে প্রশ্ন করল চামচে খেলে সমস্যা কি? হুজুর বললেন দেখুন আধুনিক ভাইয়েরা, আপনারা চামচ দিয়ে খাওয়াকে সভ্যতা বলছেন অথচ এটা আমার যুক্তিতে চুড়ান্ত পর্যায়ের নোংরামী। তারা বলল কিভাবে? হুজুর বললেন এই যে আপনারা যে চামচ দ্বারা খেলেন, এই চামচটা কি বাড়ি থেকে এনেছেন? তারা বলল না এটা এই রেষ্টুরেন্টের। হুজুর জিজ্ঞেস করলেন চামচগুলো কি একান্ত আপনাদের জন্য বরাদ্ধ? না সবার জন্য উম্মুক্ত? তাদের মুখ বন্দ হয়ে এল। হুজুর বললেন আধুনিক ভাইয়েরা শুনে রাখুন। হয়তো এই চামচ দিয়েই একটু আগে কোন মেথর, মুচি অথবা কোন নাপাক কাফির খেয়ে গেছে। হয়তো ঐ নাপাকের মুখের লালা মাখানো চামচটি আপনাদের সামনে এসে গেছে, আর আপনি ঐ চামচ দিয়ে দিব্যি খাচ্ছেন। জেনে রাখুন আমার হাত কিন্তু কোন দিন কোন মেথর, মুচিরমুখে ঢুকেনি। সুতরাং জেনে রাখুন হাত দিয়ে খাওয়া আমার রাসুলের সুন্নাত। সর্বকালের জন্য সভ্যতা। জিবন্ত আধুনিকতা। আপনাদের চামচ সভ্যতার নামে নুংরামী। ওর লা জওয়াব হয়ে গেল। virus
Posted on: Sun, 25 Jan 2015 14:08:51 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015