"নীল রঙের ভালবাসা" দরজা - TopicsExpress



          

"নীল রঙের ভালবাসা" দরজা লাগিয়ে দিতেই অন্ধকারে ডুবে গেল ঘরটা । অন্ধের মত হাতড়িয়ে ফ্যানের সুইচটা অন করে ল্যাপটপ নিয়ে শুয়ে পড়লাম বিছানায় । ল্যাপটপ টা অন করতেই স্ক্রীনে ভেসে উঠল চিরচেনা সেই সাদাকালো চোখদুটো । তৃপ্তির চোখ । কত বার যে ডিলিট বাটনে চাপদিতে গিয়েও ব্যর্থ হয়েছি ! জানিনা আর কতদিন এই ছবিটা ল্যাপটপের ওয়াল পেপারে থেকে যাবে ! ল্যাপটপ থেকেই ডিলিট করতে পারি না , আর মন থেকে কিভাবে ডিলিট করব !! বৃষ্টি ভেজা কোন রোমান্টিক সময়ে নয় , এক নীর্জীব শীতের বিকেলে প্রথম দেখেছিলাম ওকে । সাথে ছিল আমারই এক কাজিন। তাকে কেমন আছিস জিজ্ঞেস করতে গিয়ে ওর দিকে চোখ পড়েছিল প্রথমবার । লাভ এট ফার্স্ট সাইট ? একদমই না । কেমন এলোমেলো চুলের পাগলি পাগলি দেখতে আর ড্যাম কেয়ার স্বভাবের একটা মেয়েরে বাবা !!! চোখ বড়বড় করে কিছুক্ষণ তাকিয়ে ছিলাম । ওকে ও দেখলাম একইভাবে তাকিয়ে আছে আমার দিকে । আমার তখন নবরত্ন তেল দেয়া মাথার বাম পাশে কান থেকে ৩ ইঞ্চি উপরে সোজা একটা সীথু কাটা ! মনে মনে ভাবছিলাম আমি এত স্মার্ট , কিন্তু এই মেয়েটা এভাবে তাচ্ছিল্যের দৃষ্টিতে তাকিয়ে আছে কেন ? :O একদিন হুট করেই একটা ফিমেল আইডি থেকে ফ্রেন্ড রিকুয়েস্ট আসল । আইডি টা ওপেন করতেই ওর ছবিটা দেখতে পেলাম । সাদাকালো একটা ছবি । খুবই সাধারণ লেগেছিল সেদিন। কখনো বুঝি নি এই সাধারণ মেয়েটাই আমাকে এভাবে মোহাচ্ছন্ন করে রাখবে । ছবিটা এক সময় ফেবুতে ওর প্রোফাইল পিকচার হিসেবে লাগানো ছিল । ওর সাথে পরিচয়ের প্রথম দিকে । তখন খুব পপুলার ছিলাম ফেবুতে। অনেক লেখালেখি করতাম । আমার কত্ত ফ্যান ছিল তখন!!! প্রথমে তো ভেবেছিলাম এই বদের হাড্ডি মেয়েটাকে ঝুলিয়েই রাখব। একসেপ্ট করব না । তারপরও , মানবিকতার খাতিরে একসেপ্ট করতেই , দেখি টেক্সট দিল , = আপনি এত খ্যাত ক্যান ? - বড়দের সাথে ভদ্রভাবে কথা বলতে হয় , সেটাও জান না ? = কি অভদ্রতা করলাম রে বাবা? - তুমি নিজেই তো পাগলীর মত দেখতে , আমাকে খ্যাত বলতেছ কেন ? = আপনার মত এরকম লুতুপুতু ছেলে আমি কমই দেখছি । টেক্সট টা দেখার পর আমার এতই রাগ লাগছিল যে মনে হচ্ছিল ল্যাপটপ ধরে আছাড় দেই । তৎক্ষণাত লগ-আউট করে বাইরে বেরিয়ে গেলাম । রাত্রিবেলা ফেবুতে ঢুকতেই messages (1). ওপেন করতেই দেখলাম , "রাগ করছেন ? আমি জানি আপনি কেন জানি আমাকে দেখতে পারেন না । ঐটাকে কাজে লাগিয়ে আপনাকে খুব সহজেই রাগিয়ে দিয়েছি । যেহেতু আমাকে আপনার ভাল লাগে না , সেহেতু আমার প্রতি কিছুতেই আপনাকে খুশি করার সামর্থ্য আমার ছিল না । তাই সহজে যা করা সম্ভব ছিল তাই করেছি সরি । আরেকটা কথা , আপনি আসলে খুব সহজ সরল।!" এই মেসেজ টা পড়তে পড়তেই আবার ওর মেসেজ । = Hi - Hlw = ki koren? - Nah, kisu na. Tmi ? = apni ato boka kan. Seita vabi. - tmi ato chalak tai ami ato boka. = fb te kauke apni apni korte valo lage na. - tmi to junior. Tao amk tmi bolba? = apnake tmi bolle ki khub prblm h0be ? - nah, thik ase...... ..... .... ... .. এভাবেই শুরু । তারপর কি রাত, কি দিন । সারাক্ষণ ওর সাথে চ্যাট। কিভাবে যেন ও আমার মনে একটু একটু করে জায়গা করে নিচ্ছিল । কিভাবে যেন ওর ঐ সাদাকালো ছবিটা আমার দিকে তাকিয়ে থাকত । বুঝতে পারছিলাম , ধীরে ধীরে এই সাধারণ মেয়েটা আমার কাছে কতটা অসাধারণ হয়ে উঠছে । বুঝতে পারছিলাম আমি কেমন যেন চেঞ্জ হয়ে যাচ্ছি । বুঝতে পারছিলাম এখন আর আমার মাথায় নবরত্ন তেল চিকচিক করে না । এখন আর আমার মাথায় কোথাও কোন সিথু দেখা যায় না। এখন আমার শার্টের বুকের বোতামটা খোলা থাকে । খেয়াল করছিলাম ও যেমন টা পছন্দ করত ঠিক সেরকম হয়ে যাচ্ছিলাম । তারপর প্রতিদিন ওর বাসার সামনে যাওয়া আসা শুরু করলাম। লুকিয়ে লুকিয়ে । প্রতিদিন বিকেলে ও ছাদে উঠত হাওয়া খেতে । বিকেল পার হয়ে সন্ধ্যা ঘনিয়ে আসত । আমি দাড়িয়েই থাকতাম । ওর রঙিন মুখটা সন্ধ্যার আবছা আলোতে ধীরে ধীরে মিলিয়ে যেত । তখনও দাড়িয়ে থাকতাম । জানিনা কোন মোহে এসব করছিলাম ! নাহ্ । আসলে , সত্যিটা হচ্ছে , ভালবেসে ফেলেছিলাম ওকে । বোকার মত একা একা ভালবেসে গেলাম । কখনো বলি নি , তৃপ্তি , তোমাকে ছাড়া আমি বাঁচব না । আমি তোমাকে ভালবাসি । আমি , জাস্ট লুকিয়ে রাখতে পারি নি আমার ভালবাসা । ও বুঝতে পেরেছে । আর তারপর.... তারপর আর কিছু নেই । আমি কিছু জানি না । আমি শুধু কিছু কিছু ধারনা করি । ও হয়তো কখনোই চায়নি আমার ভালবাসা। এজন্যই পালিয়ে গেছে । এখনও একটা প্রশ্নের উত্তর আমার কাছে নেই । মানুষভেদে কি ভালবাসার রং আলাদা আলাদা হয় ? হয়ত আমার ভালবাসার রং টা হলুদ ছিল । ও হলুদ রং টা একদমই পছন্দ করে না তো ? নীল রঙ টা ওর খুব প্রিয় । ল্যাপটপের স্ক্রীনে , ওর চোখের দিকে তাকিয়ে আমি প্রশ্ন করি । কি ? নীল রঙের ভালবাসা পেয়েছ ? আমার ভালবাসা কি সত্যিই হলুদ রঙের ছিল ? পালিয়ে গেলে কেন ? ওর চোখ এখন আর কিছু বলে না। স্থির দৃষ্টিতে তাকিয়ে থাকে আমার দিকে । তারাদের মত । :( :( ______________________ ______________________ [পেজ ফেনস দের নিয়ে একটা গ্রুফ খুলছি চাইলে চলে আসতে পারেন। সব বন্ধুরা অপেক্ষা করছে আপনার জন্য।] লিঙ্ক প্রথম কমেন্ট এ....... ______________________ ______________________ ... .. . (অচেনা)
Posted on: Thu, 05 Sep 2013 16:07:15 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015