নাস্তিকের প্রশ্ন ও উত্তর - TopicsExpress



          

নাস্তিকের প্রশ্ন ও উত্তর প্রশ্নঃ পৃথিবী সূর্যের চারদিকে ঘোরে কোরানের ব্যাখ্যা এর বিপরীত কেন? উত্তরঃ ( সূরা আম্বিয়া- ৩৩, সুরা ইয়াসিন-৪০ ) আসুন দেখি রেফারেন্সের আয়াতদুটিতে কি বলছে? ২১ঃ৩৩ ঃ وَهُوَ الَّذِي خَلَقَ اللَّيْلَ وَالنَّهَارَ وَالشَّمْسَ وَالْقَمَرَ كُلٌّ فِي فَلَكٍ يَسْبَحُونَ এবং তিনি সৃষ্টি করেছেন রাত্রি ও দিন এবং সূর্য ও চন্দ্রকে। সবাই আপন আপন কক্ষ পথে বিচরণ করে। And He it is Who has created the night and the day, and the sun and the moon, each in an orbit floating. ৩৬ঃ৪ ৩৬ঃ৪ عَلَى صِرَاطٍ مُّسْتَقِيمٍ সরলপথে প্রতিষ্ঠিত। On a Straight Path (i.e. on Allâh’s religion of Islâmic Monotheism). ৩৬ঃ৪০ لَا الشَّمْسُ يَنبَغِي لَهَا أَن تُدْرِكَ الْقَمَرَ وَلَا اللَّيْلُ سَابِقُ النَّهَارِ وَكُلٌّ فِي فَلَكٍ يَسْبَحُونَ সূর্য নাগাল পেতে পারে না চন্দ্রের এবং রাত্রি অগ্রে চলে না দিনের প্রত্যেকেই আপন আপন কক্ষপথে সন্তরণ করে। It is not for the sun to overtake the moon, nor does the night outstrip the day. They all float, each in an orbit. আমার মনে হয় না, আমার আর কিছু উত্তর দেবার দরকার আছে। সব পানির মতন ক্লিয়ার। তবে ২১:৩৩ নিয়ে প্রশ্ন তোলা যেত মধ্যযুগের কিছুটা পরে। যখন কেবল প্রমান হয়েছে, পৃথীবি সূর্যের চারদিকে ঘোরে- কিন্তু বিজ্ঞানিরা মনে করতেছিলেন যে সূর্য স্থির। এখন এটা সার্বজনীনভাবে প্রমানিত যে, কেউই স্থির না। সূর্যও আপন কক্ষপথে ঘুরছে। পৃথিবীও আপন কক্ষপথে ঘুরছে। যেটা কুরানে বলা হয়েছে। আপনার প্রদত্ত আয়াত দ্বারাই কুরানের নির্ভুলতা আবারও প্রমানিত হল। যদিও বিজ্ঞান দিয়ে কুরানকে যাস্টিফাই করার দরকার নাই; কারণ বিজ্ঞানের নিজেরই কোন ঠিক ঠিকানা নাই- তবে বিজ্ঞানের সার্বজনিনভাবে প্রমানিত বিষয়গুলোর অবশ্যই ভিত্তি আছে। আর আল্লাহ তায়ালাও বার বার তার বিভিন্ন নিদর্শনের কথা বলেছেন যাতে আমরা কিভাবে অবিশ্বাস করতে পারি? আমি তাই বুঝলাম না, প্রশ্নকর্তা মধ্যযুগের পরবর্তিকালে পড়ে আছেন কিনা? আর ৩৬:৪ কেন রেফারেন্স দিয়েছেন সেটা উনিই ভাল জানেন। নাস্তিকরা আরেকটা পয়েন্ট বলেন যে, আল্লাহ কেন এই তথ্য দিলেন না যে, পৃথিবি সুর্যের চারিদিকে ঘুরে। মামাবাড়ির আবদার। মনে হচ্ছে যেন, কুরান বিজ্ঞানের বই। কুরান মানব জাতির হেদায়েতের জন্য গাইড। আল্লাহ তায়ালা তার হেদায়েতের বানীর পাশাপাশি দুয়েকটা বিজ্ঞানের কথা এসে গেছে। কুরানে আল্লাহ তায়ালার ইচ্ছা বিজ্ঞান শিখান নয়; বরং হেদায়েত দেয়া। (এমনকি একটা বই বিজ্ঞানের হলেও তাতে সব তথ্য আশা করা বাতুলতা মাত্র।) এখন যে বিজ্ঞানের কথা গুলো এসে গেছে,আমাদের দরকার সেগুলো সার্বজনিন প্রতিষ্টিত বিজ্ঞানের আলোকে বিচার করা। তার আলোকে বিচার করলে উপরের আয়াতে কোন ভুল নেই। বিঃ দ্রঃ একে একে সব প্রশ্নের উত্তর দেয়া হবে। আমার অন্য পেশা আছে; এবং তাতে সময় দিতে হয়। অনুবাদঃ ourholyquran/ _____ খালেদ চৌধুরী
Posted on: Sat, 26 Oct 2013 11:29:35 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015