নাস্তিকতার শুরু কী ?! আমার - TopicsExpress



          

নাস্তিকতার শুরু কী ?! আমার মনে হয় ভোগ-লিপ্সা থেকেই নাস্তিকতার শুরু। ‘আমি অবাধে নোংরা ইচ্ছেগুলো পূর্ণ করতে পারবো না’ এই হাহাকার থেকেই নাস্তিকতা ! দেখুন তো, হাদিসটি এর সাথে মিলে কিনা, যে তার যবান আর দুই উরূর মধ্যবর্তী স্থান হেফাজত করবে, সে জান্নাতে যেতে পারবে বা এই ধরণের কোন সুসংবাদ ! আমার মনে হয়, যবান হেফাজত করলে তথা কথা কম বা সুচিন্ত্য কথা বললে, বদ আক্বীদা থেকে মুক্ত থাকা যাবে। আর দ্বিতীয়টি করলে, নাস্তিকতা থেকে! এজন্যই এই সুসংবাদ । (এটা হলো যারা গালাগালি আর ধর্মকে বিকৃতভাবে উপস্থাপনের নাস্তিকতা করে, তাদের কথা) [ অনন্ত মহাকালযাত্রী ] -----------ফ্যান পোস্ট
Posted on: Mon, 08 Jul 2013 09:14:42 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015