নাহি সূর্য নাহি জ্যোতিঃ - TopicsExpress



          

নাহি সূর্য নাহি জ্যোতিঃ নাহি শশাঙ্ক সুন্দর। ভাসে ব্যোমে ছায়া-সম ছবি বিশ্ব-চরাচর॥ অস্ফুট মন আকাশে, জগত সংসার ভাসে, ওঠে ভাসে ডুবে পুনঃ অহং-স্রোতে নিরন্তর॥ ধীরে ধীরে ছায়া-দল, মহালয়ে প্রবেশিল, বহে মাত্র ‘আমি আমি’ — এই ধারা অনুক্ষণ॥ সে ধারাও বদ্ধ হল, শূন্যে শূন্য মিলাইল, ‘অবাঙমনসোগোচরম্’, বোঝে — প্রাণ বোঝে যার॥ Lo! The sun is not, nor the comely moon, All light extinct; in the great void of space Floats shadow-like the image-universe. In the void of mind involute, there floats The fleeting universe, rises and floats, Sinks again, ceaseless, in the current I.
Posted on: Sun, 16 Nov 2014 18:27:01 +0000

Trending Topics



e a professional chef, you must

Recently Viewed Topics




© 2015