নব বর্ষের শপথ ---------------- - TopicsExpress



          

নব বর্ষের শপথ ---------------- লিয়াকত আলী নব বর্ষে নব উদ্যমে নব চেতনায় প্রবল প্রলয়ে ছুটে আসুক আমার দৃঢ়তা, উদ্ধত হোক আমার বুকে লালিত পালিত শুদ্ধতা আরো পরিশুদ্ধ হোক মেধা জ্ঞান বুদ্ধি বিজ্ঞতা। ধুয়ে মুছে ভেসে যাক ভীরুতা কাপুরুষতা আমার ভিতর গুটিয়ে লুকিয়ে থাকা ভন্ডতা লোভ ক্ষোভ হিংসা ঘৃনা রাগ ক্রোধ চণ্ডতা অন্যায় অবিচার ব্যাভিচারে যুক্ত হওয়ার প্রবণতা। জেগে উঠুক সুকুমার বৃত্তি, জেগে উঠুক মানবতা জেগে উঠুক অন্যায়কারী অবিচারী জুলুমবাজ অসুরের বিরুদ্ধে অবিরাম লড়াই করার দুরান্ত সাহস, প্রচণ্ড দুর্জয় ক্ষমতা। রচনা: লিয়াকত আলী তারিখ: ৩১ ডিসেম্বর, ২০১৪ইং নিউ ইয়র্ক।
Posted on: Wed, 31 Dec 2014 17:39:08 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015