নবী রাসুল আলাইহিমুস - TopicsExpress



          

নবী রাসুল আলাইহিমুস সালামদেরকে তাঁদের বিষয়কে অন্য মানুষদের মত তুলনীয় করে কেবল বাহ্যিক জড়বাদী দৃষ্টিতে দেখা নবুওত ও রেছালাত সম্পর্কে অজ্ঞতা মূর্খতা ও ঈমানের বিপরীত। বেশভূষা পোষাক পরিবর্তনের মত তাঁদের বাহ্যিক অবস্থার পরিবর্তন হতে পারে, কিন্তু তাঁদের রূহানী ও জাতি অর্থাৎ প্রকৃত অবস্থা আল্লাহ্তায়ালার মহান সত্ত্বার সাথে সরাসরি যুক্ত হয়ে যাওয়ায় সৃষ্টির পর থেকে চিরঞ্জীব। সব নবী রাসুলই জীবিত এবং এবাদতে ও সৃষ্টির জন্য দোয়ায় নিমগ্ন। তাঁদের নবুওয়াতি রেছালাতি প্রকৃত সত্ত্বার মৃত্যু নেই। জাহেরী ইন্তেকাল হয় কিন্তু হাকিকতে জীবিত এবং জাহের নয় হাকিকতই ঈমানের ভিত্তি। আমাদের মহান প্রিয়নবী আল্লাহতায়ালার মহান সত্ত্বার প্রত্যক্ষ নূর (সূরা মায়েদা, আয়াত: ১৫) ও রাসুল এবং সব গুনাবলীর রাসুল ও রহমত রূপে সদা বিরাজমান। আল্লাহ্তায়ালার নূর ও রহমতের মৃত্যু হয় না। আল্লাহ্তায়ালা কোরআনে পাকে শহীদগণকেও মৃত বলা এমনকি মৃত মনে করাও স্পষ্ট নিষিদ্ধ করেছেন (সুরাঃ বাকারা আয়াতঃ ১৫৪, সুরাঃ আল ইমরান আয়াতঃ ১৬৯)। নবী রাসুলদের যারা মৃত মনে করে তাদের আত্মা মৃতআত্মা কূফরী আত্মা। আমাদের রাসুল শুধু হায়াতুন্নবীই নন আল্লাহ্তায়ালার পক্ষ থেকে সব হায়াত, এলেম ও নূরেরও উৎস ও মূল। পবিত্র কলেমা অনন্ত প্রবাহমান চিরন্তন চিরঞ্জীব সত্য। কলেমার উচ্চারণে তাওহীদের রেছালাতকে অনন্ত প্রবাহমান চিরঞ্জীব বাস্তব জীবন্ত সত্য হিসেবেই গ্রহণ করে একাত্ম হতে হয়, মৃত হিসেবে নয়। নবী রাসুলদের মৃত মনে করা মৃত্যু দিবস পালন করার ধৃষ্টতা নাস্তিক্য থেকে উদ্ভূত বস্তুবাদী আঁধার বিনাশী কূফরী চিন্তা এবং বাস্তবে কলেমা অস্বীকার ও কলেমা থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া। -" ইমাম হায়াত আলাইহে রাহমা " ছুন্নী আন্দোলন,বাংলাদেশ। World Sunni Movement.
Posted on: Fri, 26 Jul 2013 17:22:16 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015