নূতন বোতলে পাওয়া পুরানো - TopicsExpress



          

নূতন বোতলে পাওয়া পুরানো কিছু কাসুন্দি আবার একটু ঘাঁটছি। জাতিগত জাতীয় কথাগুলি আপনারা কেউ আগে খেয়াল করেছেন কিনা জানি না - এটি হচ্ছে national-এর বাংলা! এমন উদ্ভট প্রতিশব্দের পেছনে অনুবাদকের দুর্বলতার পাশাপাশি গোড়ার আরও গলদ রয়েছে। আমার মতে সেটা হল বাংলাদেশে জাতি ধারণাকে ঘিরে শেকড় গেড়ে থাকা মৌলিক কিছু বিভ্রান্তি। আপনারা হয়তবা জানেন যে, সংবিধানে ক্ষুদ্র জাতিসত্তার বাংলা করা হয়েছে minor races, যা হচ্ছে এদেশে আদিবাসী পরিচয়ের দাবীদার জনগোষ্ঠীদের জন্য রাষ্ট্রীয়ভাবে নির্ধারিত বিভিন্ন পদের একটি। অন্য পদগুলি হল উপজাতি ও ক্ষুদ্র নৃগোষ্ঠী বা নৃতাত্ত্বিক জনগোষ্ঠী (ethnic group-এর ভুল বাংলা রূপ)। আপনারা নিশ্চয় এও জানেন যে আদিবাসী পরিচয়কে মুছে ফেলার নানাবিধ চেষ্টার পাশাপাশি এ নামে অভিহিত হতে ইচ্ছুক জনগোষ্ঠীদেরকে জাতি ধারণার ত্রিসীমানায় ঘেঁষতে দেওয়ার ব্যাপারেও তীব্র অনীহা রয়েছে এদেশের ক্ষমতাসীনদের। এসবের মিলিত ফলাফল হল জাতিগত জাতীয়র মত অভিনব পারিভাষিক উদ্ভাবন। (এটি আমি পেয়েছি বৈষম্য বিরোধী আইন প্রণয়নের প্রেক্ষিতে আইন কমিশনের সুপারিশ সম্বলিত একটা দলিলে, যা নিয়ে জুলাই ৪ তারিখে একটা স্ট্যাটাস দিয়েছিলাম।)
Posted on: Sat, 12 Jul 2014 05:46:20 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015