নূর মোহাম্মদ - TopicsExpress



          

নূর মোহাম্মদ শেখ উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে নূর মোহাম্মদ শেখ জন্ম ২৬ ফেব্রুয়ারি ১৯৩৬ মহিষখোলা, নড়াইল, ব্রিটিশ ভারত মৃত্যু ৫ সেপ্টেম্বর ১৯৭১ (৩৫ বছর) গোয়ালহাটি, যশোর জাতীয়তা বাংলাদেশী বংশোদ্ভূত বাঙালি নাগরিকত্ব বাংলাদেশ পেশা সৈনিক যে জন্য পরিচিত বীরশ্রেষ্ঠ ধর্ম মুসলিম দম্পতি তোতাল বিবি নূর মোহাম্মদ শেখ (ফেব্রুয়ারি ২৬, ১৯৩৬ - সেপ্টেম্বর ৫, ১৯৭১)বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারী একজন শহীদ মুক্তিযোদ্ধা। যুদ্ধে অসামান্যবীরত্বের জন্য তাঁকে বীরশ্রেষ্ঠউপাধিতে ভূষিত করা হয়। [১] পরিচ্ছেদসমূহ [আড়ালে রাখো] • ১ সংক্ষিপ্ত জীবনী • ২ যেভাবে শহীদ হলেন • ৩ তথ্যসূত্র • ৪ বহিঃসংযোগ সংক্ষিপ্ত জীবনী[সম্পাদনা] ১৯৩৬ সালের ২৬ ফেব্রুয়ারিনড়াইল জেলার মহিষখোলা গ্রামের এক দরিদ্র পরিবারে নূর মোহাম্মদ শেখ জন্মগ্রহণ করেন। তাঁর পিতা মোহাম্মদ আমানত শেখ, মাতা জেন্নাতুন্নেসা। অল্প বয়সে বাবা-মাকে হারান ফলে শৈশবেই ডানপিটে হয়ে পড়েন। স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের লেখাপড়া শেষ করে উচ্চ বিদ্যালয়ে ভর্তি হন। সপ্তম শ্রেণীর পর আর পড়াশোনা করেননি। নিজ গ্রামেরই সম্পন্ন কৃষক ঘরের মেয়ে তোতাল বিবিকে বিয়ে করেন। ১৯৫৯-এর ১৪ মার্চ পূর্ব পাকিস্তান রাইফেলস বা ইপিআর-এ যোগদান করেন। দীর্ঘদিন দিনাজপুর সীমান্তে চাকরি করে ১৯৭০ সালের ১০ জুলাই নূর মোহাম্মদকে দিনাজপুর থেকে যশোরসেক্টরে বদলি করা হয়। এরপর তিনি ল্যান্স নায়েক পদে পদোন্নতি পান। ১৯৭১ সালে যশোর অঞ্চল নিয়ে গঠিত ৮নং সেক্টরে স্বাধীনতা যুদ্ধে যোগদান করেন।[২] যুদ্ধ চলাকালীন যশোরের শার্শা থানার কাশিপুর সীমান্তের বয়রা অঞ্চলে ক্যাপ্টেন নাজমুল হুদার নেতৃত্বে পাক হানাদারদের বিরুদ্ধে যুদ্ধ করেন। যেভাবে শহীদ হলেন[সম্পাদনা] ১৯৭১- এর ৫ সেপ্টেম্বর সুতিপুরে নিজস্ব প্রতিরক্ষার সামনে যশোর জেলার গোয়ালহাটি গ্রামে নূর মোহাম্মদকে অধিনায়ক করে পাঁচ জনের সমন্বয়ে গঠিত একটি স্ট্যান্ডিং পেট্রোল পাঠানো হয়। সকাল সাড়ে নয়টার দিকে হঠাৎ পাকিস্তানী সেনাবাহিনী পেট্রোলটি তিন দিক থেকে ঘিরে ফেলে গুলিবর্ষণ করতে থাকে। পেছনে মুক্তিযোদ্ধাদের নিজস্ব প্রতিরক্ষা থেকে পাল্টা গুলিবর্ষণ করা হয়। তবু পেট্রোলটি উদ্ধার করা সম্ভব হয় না। এক সময়ে সিপাহী নান্নু মিয়া গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়লে নূর মোহাম্মদ নান্নু মিয়াকে কাঁধে তুলে নেন এবং হাতের এল.এম.জি দিয়ে এলোপাতাড়ি গুলি চালাতে শুরু করলে শত্রুপক্ষ পশ্চাৎপসরণ করতে বাধ্য হয়। হঠাৎ করেই শত্রুর মর্টারের একটি গোলা এসে লাগে তাঁর ডান কাঁধে। ধরাশয়ী হওয়া মাত্র আহত নান্নু মিয়াকে বাঁচানোর জন্য ব্যাকুল হয়ে উঠেন। হাতের এল.এম.জি সিপাহী মোস্তফাকে দিয়ে নান্নু মিয়াকে নিয়ে যেতে বললেন এবং মোস্তফার রাইফেল চেয়ে নিলেন যতক্ষণ না তাঁরা নিরাপদ দূরুত্বে সরে যেতে সক্ষম হন ততক্ষণে ঐ রাইফেল দিয়ে শত্রুসৈন্য ঠেকিয়ে রাখবেন এবং শত্রুর মনোযোগ তাঁর দিকেই কেন্দ্রীভুত করে রাখবেন। অন্য সঙ্গীরা তাদের সাথে অনুরোধ করলেন যাওয়ার জন্যে। কিন্তু তাঁকে বহন করে নিয়ে যেতে গেলে সবাই মারা পড়বে এই আশঙ্কায় তিনি রণক্ষেত্র ত্যাগ করতে রাজি হলেন না। বাকিদের অধিনায়োকোচিত আদেশ দিলেন তাঁকে রেখে চলে যেতে। তাঁকে রেখে সন্তর্পণে সরে যেতে পারলেন বাকিরা। এদিকে সমানে গুলি ছুড়তে লাগলেন রক্তাক্ত নূর মোহাম্মদ। একদিকে পাকিস্তানী সশস্ত্রবাহিনী, সঙ্গে অত্যাধুনিক স্বয়ংক্রিয় অস্ত্রশস্ত্র, অন্যদিকে মাত্র অর্ধমৃত সৈনিক (ই.পি.আর.) সম্বল একটি রাইফেল ও সীমিত গুলি। এই অসম অবিশ্বাস্য যুদ্ধে তিনি শত্রুপক্ষের এমন ক্ষতিসাধন করেন যে তারা এই মৃত্যুপথযাত্রী যোদ্ধাকে বেয়নেট দিয়ে বিকৃত করে চোখ দুটো উপড়ে ফেলে। পরে প্রতিরক্ষার সৈনিকরা এসে পাশের একটি ঝাড় থেকে তাঁর মৃতদেহ উদ্ধার করে। এই বীরসেনানীকে পরবর্তীতে যশোরের কাশিপুর গ্রামে সমাহিত করা হয়। তথ্যসূত্র Nur Mohammad Sheikh From Wikipedia, the free encyclopedia Nur Mohammad Sheikh Lance Nayek , Nur Mohammad Sheikh Bir Sreshtho Native name নূর মোহাম্মদ শেখ Born February 26, 1936 Moheshkhali, Narail Died September 5, 1971 (aged 35) Goalhati, Jessore Allegiance Bangladesh Rank Lance Nayek Unit East Pakistan Rifles Battles/wars Bangladesh Liberation War Awards Bir Sreshtho Nur Mohammad Sheikh(Bengali: নূর মোহাম্মদ শেখ; 26 February 1936 – 5 September 1971) was aLance Nayekin East Pakistan Riflesduring theLiberation War. He was killed in an engagement with the Pakistan Army while providing fire for covering the extrication of fellow soldiers at Goalhati in Jessore district on September 5, 1971. Nur Mohammad died saving his compatriots and inflicting heavy casualties on his enemy. He was awarded Bir Sreshtho, the highest state insignia of Bangladesh for his bravery and the highest sacrifice. [hide] • V • T • E Bangladesh Liberation War Internal resistance • Searchlight • Barisal • Daruin • Rangamati-Mahalchari waterway • Goalhati • Dhalai Outpost • Garibpur§ • Gazipur§ ________________________________________ Indian intervention • Cactus-Lilly • Chengiz Khan • Jackpot‡ • PNS Ghazi • Trident • Python • Atgram • Basantar • Boyra • Chamb • Dhalai • Hilli‡ • Longewala • Sylhet‡ • Meghna Heli Bridge • Tangail • Air War‡ • Naval War ________________________________________ 1971 Bangladesh Genocide • Dhaka University • Shankharipara • Jinjira • Akhira • Jathibhanga • Demra • Chuknagar • Madhyapara • Bakhrabad • Burunga Systematic events • Killing of intellectuals • Rape • Refugees in India • Violence against Biharis • Instrument of Surrender ________________________________________ § indicates events in the internal resistance movement linked to the Indo-Pakistani War. ‡ indicates events in the Indo-Pakistani War linked to the internal resistance movement in Bangladesh. Early life[edit] Nur Mohammad Sheikh was born in Moheshkhali village inNarailtoMohammad Amanat Sheikh and Mosammat Jinnatunnesa Khanam. He lost his parents at an early age and continued his education up to seventh grade at local schools, later getting married to a woman known as Total Bibi. On 14 March 1959, he joined the East Pakistan Rifles. After finishing elementary training, he was appointed at the Dinajpursector. He was transferred to Jessore sector on 1 July 1970. In March 1971, Nur Mohammad was spending a vacation at his village. As the war started, he joined sector 8 and continued to take part at different battles at Jessore. He died on 5 September during the Goalhati Battle in Sutipur. Battle of Goalhati[edit] Lance Nayek Nur Mohammad was selected as the captain of the Standing Patrol team at Goalhati that was established to monitor the Pakistan army. On September 5, Nur Mohammad was patrolling with 4 fellow soldiers. The Pakistan army managed to point out the position of Nur Mohammads team and attacked them from three different sides. Nur Mohammad wanted to retreat to his base and continued to fire towards Pakistani armies. Meanwhile, one of his fellow soldiers was shot by a bullet and Nur Mohammad started carrying him towards safety. But Nur Mohammad himself was hit by a mortar. Even though he was seriously injured, Nur Mohammad decided to continue to provide covering fire for his team. At the time, his fellow Sepoy, Mostafa, urged Nur Mohammad to go with him. Mostafa even tried to force Nur Mohammad to go but Nur Mohammad refused to go but gave his Light Machine Gun to Mostafa so that it would not be captured after his death. He kept a self loaded rifle with him and kept on fighting until he died. He was posthumously awarded the highest gallantry award Bir Shrestho for his bravery during the War of Liberation. External links[edit] Categories: • 1936 births • 1971 deaths • Bangladeshi military personnel • Bangladesh Liberation War • Recipients of the Bir Sreshtho (Bangladesh)
Posted on: Thu, 04 Sep 2014 17:42:47 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015