ন্যাশনাল জিওগ্রাফিক - TopicsExpress



          

ন্যাশনাল জিওগ্রাফিক এ্যাডভেঞ্চারার অফ দ্য ইয়ার’ নমিনি হিসেবে বাংলাদেশের গৌরব কন্যা ওয়াসফিয়া নাজরীনের পক্ষে ভোট দিতে এপার বাংলা থেকে ওপারের বন্ধুদেরও আহ্বান জানাই। এভারেস্ট, আল্পস সহ পৃথিবীর সাতটি বড় পাহাড় জয় করা এই বাঙালীনী প্রতিটি টিভি অনুষ্ঠানে আসেন শাড়ি, টিপ, কাঁচের চুড়ি পরে। রবীন্দ্রনাথের নায়িকার সাজে। মুসলিম নারী মানেই বোরখায় মোড়া কিছু একটা এই ধারণাকে প্রবল চপেটাঘাত করেন ওয়াসফিয়া। এটাই বাংলাদেশেরও চারিত্র্য। মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্রেও কোটির কাছাকাছি নারী শ্রমিক, হাজার হাজার শিক্ষিত, কর্মজীবী নারীর পাশাপাশি এ্যাডভেঞ্চারের আজো একান্ত পুরুষালি ভুবনে হেঁটে চলা এপারের বাঙালী নারী একদিকে মোল্লা গোষ্ঠির প্রতি যেমন জীবন্ত বিদ্রুপ, তেমনই পরিহাস খানিকটা হয়তো সেই সব অন্য ধর্মের ‘লিবারেল’দের প্রতিও যারা মনে করেন মুসলিম নারীর ‘বোরখা আচ্ছাদিত থাকার অধিকার’রক্ষা তাদের ‘পবিত্র’ দায়িত্ব (youtube/watch?v=NJGeGbR1bG0&feature=youtu.be)
Posted on: Tue, 18 Nov 2014 04:07:36 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015