পেইজের ফ্যানদের আনন্দের - TopicsExpress



          

পেইজের ফ্যানদের আনন্দের সাথে জানাচ্ছি যে আজ প্রথম আলোতে খেলার পাতায় "ফিফা র‍্যাংকিয়ের সাতকাহন" নামে যে লেখাটি ছাপানো হয়েছে সেটা আমাদের পেইজের একজন এডমিনের লেখা। সপ্তাহখানেক আগে লেখাটি আসলে লেখা হয়েছিলো এই পেইজে দেবার কথা চিন্তা করেই (সেসময় ইন্টারন্যাশনাল বিরতি চলছিলো এবং ফিফার লেটেষ্ট র‍্যাংকিং প্রকাশিত হয়েছিলো)। কিন্তু লেখাটার গুরুত্ব বিবেচনায় অনেকটা ঝোঁকের মাথায় এডমিন ব্যক্তিগতভাবে প্রথম আলো পত্রিকার সাথে যোগাযোগ করেন এবং লেখাটা জমা দেন। আনন্দের বিষয় লেখাটা তাদের পছন্দ হয়েছে এবং আজ পত্রিকায় দিয়েছে। সাধুবাদ জানাচ্ছি আমরা প্রথম আলোকে, কিছুটা এডিট করে হলেও অত্যন্ত সুন্দরভাবে গুছিয়ে সেটা প্রকাশ করার জন্য। খসড়া লেখাটি কমেণ্টে দেয়া হলো। এটা নিশ্চিত করে বলতে পারি এই পেইজের ফ্যানরাই মূল লেখাটি পড়ছেন। লেখার নিচে লেখার সারাংশ হিসেবে একটা ছক দেয়া হলো। কোন পত্রিকায় লেখা আসলো সেটা বড় কথা না; বড় কথা আমাদের পেইজের এডমিনদের লেখা জাতীয় পত্রিকায় ছাপা হওয়ার মত মানসম্মত। বস্তুনিষ্ট ও পরিচ্ছন্ন পোষ্টের জন্য ফ্যানরা বরাবরই আমাদের সাধুবাদ জানান। আপনাদের এইসব গঠনমূলক সমালোচনা এবং অনুপ্রেরণা নিয়ে আমরা এগিয়ে যেতে চাই। ধন্যবাদ।
Posted on: Sun, 22 Sep 2013 09:53:04 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015