পাকিস্তান ক্রিকেট টিমের - TopicsExpress



          

পাকিস্তান ক্রিকেট টিমের উন্মাদ সাপোর্টার মনে হয় বাংলাদেশে আমিই এক পিস আছি। :v ২০১১ সালে পাকিস্তান টিমের জার্সিটা এতটাই পছন্দ হইসিলো যে একবছর ঐ জার্সির খোঁজ লাগায় রাখসিলাম সব জায়গায়। কিন্তু পাইনি। পাকিস্তানী পণ্য তো! জার্সি পরলে সবাই রাজাকার বলবে ইত্যাদি ইত্যাদি :) আসিফের মধ্যে দেশপ্রেম নাই এমন কথাও উঠবে। শুধু এই একটা কারণেই তথাকথিত কিছু দেশপ্রেমিক ও জাতীয়তাবাদীদের কাছ থেকে খুব সস্তাদামেই রাজাকার উপাধিটা পেয়ে যাই :v আর, বাংলাদেশ ক্রিকেট টিমের পাগলা ফ্যান যারা, তারা একটু বেশি মাত্রাতেই ক্রিকেটের সিজনে ক্ষ্যাপা থাকে :) এসব কখনই বড় কিছু মনে করিনা আমি। আর সাধারন জনগনের প্রশ্ন হতে পারে পাকিস্তান-ই কেনো ভাই, কি পাইসেন পাকিস্তান টিমের মধ্যে? পাকিস্তান টিম খেলার মাঠে একটা চয়েস মাত্র। :) যেমন সব মানুষের সব গান,মুভি,চালচলনের ধরন আলাদা, তেমনই এটাও সম্পূর্ণ choice এরই ব্যাপার :) যাদের কাজ শুধু তর্ক করা তারা ভুলে যায় বাংলাদেশের একটা ফুটবল টিম, হকি টিম , কাবাডি টিমও আছে।দর্শকদের সাপোর্টতো ওখানেও দরকার? এতই দেশকে ভালবাসেন তো কয়টা ম্যাচ গ্যালারিতে বসে দেখলেন ফুটবল টিমের? কেনো বাংলাদেশি ফুটবলারের নাম মনে থাকেনা? দেশপ্রেম ক্যানো প্রায়োরিটি আর success based করে রাখেন? -_- আজ ধর্ম আর দেশকে কিন্তু একটা আরেকটার মুখোমুখি করে দেয়া হয়েছে।কিন্তু আমরা সব জেনেও না দেখার ভান করি। :v এই ব্যাপারে অনেক যুক্তি দাওয়া যাবে :v এত লেখার ধৈর্য্য নাই। ৬০ বছরের জীবন একটা মানুষের :) (approximately :P ) সেই মানুষের আবার দেশপ্রেম :v হা হা ! ছোটবেলায় আমাদের শেখানো হতো এই দেশ আমাদেরকে আলো দেয়! বাতাস দেয়! :v লল! আরে ভাই! এগুলো আল্লাহ দেয়.... :D আপনার দেশ না......... :v আমাদের রাজনীতিবিদরা এতই যদি দেশপ্রেমিক হতেন তাহলে...... থাক, বাকী কথাগুলো লেখার পর আমাকে sure জেলে যাইতাম :P ইংলিশ মিডিয়াম স্কুলে পইড়া, মাইকেল জ্যাকসন পিটবুলের ফ্যান সব পোলাপাইনরা শহীদ মিনারে যায় দেশপ্রেম দেখাইতে। :v বাংলাদেশের ৯৯ ভাগ স্টুডেন্টেরই টার্গেট থাকে বাইরে পড়ালেখা করার,কি আছে এই দেশে! ক্যারিয়ার এখানে গড়বনা, এইটাই এখনকার মেন্টালিটি :v ভুল বললাম? তারাই আবার দেশপ্রেম দেখাইতে চলে যায় শাহবাগের মত জায়গায়। কটাক্ষ করছিনা, এটাই বাস্তব সত্য। এক হিটলারের জন্য জার্মানীর সব লোককে যেমন ঘৃণা করা যায়না, তেমনি পাস্ট পাকিস্তানের দালালদের জন্য সব পাকিস্তানীকে ঘৃণা করা যায়না কিন্তু.... আমরা সেটা বুঝেও না বোঝার ভান করি। :v এখন আমরাও স্বাধীন... কিন্তু আল্টিমেটলি আমরাও পাহাড়ের সংখ্যালঘু দেরকে তাদের অধিকার থেকে ঠিক সেভাবেই বঞ্চিত করছি যেভাবে একসময় পশ্চিম পাকিস্তানীরা আমাদের উপর করেছে। তাহলে ওদের সাথে কি পার্থক্য থাকলো আমাদের? আমরাওতো রাজাকার তাহলে। আমরাও আল-বাঙালি -_- ভুল বললাম? যাই হোক,ক্রিকেট টিম পাকিস্তানের জার্সি প্রসঙ্গে অনেক কথা বলে ফেললাম। কিন্তু এগুলো নিয়েই কেন এত কথা বললাম সেগুলো প্রকাশ করার জন্য ইনশাআল্লাহ , অপেক্ষায় থাকো ;) :P প্রসঙ্গের সাসপেন্স থাকুক :P যারা এখনো রাজাকার-আসিফ ডাকতে ইচ্ছুক তাদেরকে মোস্ট ওয়েলকাম :)
Posted on: Tue, 30 Sep 2014 17:06:33 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015