পাগল দেখেছেন পাগল? - TopicsExpress



          

পাগল দেখেছেন পাগল? উচ্চমানের পাগল? ... আমি কিন্তু দেখেছি, একসাথে খেয়েছি। থেকেছি ও থাকছি! পাগলরা কিন্তু ইঞ্জিনিয়ার :P হয়নি, তবে হবে একদিন... আসুন এক নজরে দেখে নেই কেন তারা হাগল- নাইম___ বিছানার চারপাশে পর্দা দেয়া। রাতে ঘুমানোর আগে পর্দা টেনে ঘুমায়। এতে নাকি সারাদিন স্বতঃস্ফূর্ত থাকা যায়। তাছাড়া, বেচারা কোন অজ্ঞ্যাত কারণে প্রতিবারই বাসে দেহ তল্লাশির শিকার হয়!! Check me, shake me -_- হৃদয়___ প্রচণ্ড গরমে সবাই যখন শরীরের উপরে দিকে বাতাস দেয়, সে বাতাস দেয় নিচের দিকটায়!! U KNOW WHAT I MEAN :P চন্দন___ জামাকাপড়ের সাথে ভীষণ শত্রুতা, ছোট্ট একটি হাওয়াই প্যান্ট যেন তার শেষ সম্বল। প্রায়শ অর্ধনগ্ন কখনো বা পৌনে নগ্ন অবস্থায় হামিদ হল চষে বেড়ান!! They saw my nakedness not my birthday 3:) দ্বীপ___ প্রায়ই দুষ্টু মিষ্টি নারীরা রাতে ফোন দেয় তাকে। আর জিজ্ঞাসা করলে,”দোস্ত! নানী ফোন দিছিল।” প্রসঙ্গত, ওর নানী রাত ২ টায়-ও ফোন দেয়!! PLZ KHIL ME SM1 KHIL ME :p সাব্বির___ সিস্টেমে বাতাস দিতে সবচেয়ে বেশি পছন্দ করে, এক কথায় খোলামেলা মানুষ। দুইটা প্রাপ্ত বয়স্ক গরুর গায়ে যত লোম আছে ওনার শরীরে এর চেয়ে বেশি আছে!! OH GOD, THE REAL DARK :v এভাবেই চলছে... এভাবেই চলবে... এভাবেই চলুক না!! সুস্থতা শুধু শরীরকে চালায়, আর মনটাকে তো চালায় পাগলামি শরীর নিয়ে বেঁচে কি লাভ যদি মনটাই সাথে না থাকলো! আগে কাঁদতে পারতাম এখন তাও পারিনা। কাঁদতে গেলেও খুব ভয় লাগে হারামিগুলা যদি দেইক্ষা লায়! ওদের ভাষায়, কাঁদার অর্থ হইলো চোখ দিয়ে মুতু করা আজ থেকে তাহলে বাইয়ারা কন্দিক দিয়ে মুত্তে পছন্দ করবেন?? কথা যাই হোক নিজেকে সুন্দর করার দরকার নেই, নিজের জীবনের মুহূর্তগুলোকে সুন্দর করুন! ততক্ষণ পর্যন্ত যতক্ষণ আকাশের তারাগুলো আপনার উপর আছে। তারাদের বন্ধুত্ব লক্ষ্য করেছেন কখনো? -যখন জ্বলে একসাথে জ্বলে, আর যখন মিশে যায় একসাথে মিশে যায়। ...আমরা সেই তারা! কারো চোখে না, আমাদের চোখে! জ্যোৎস্নার (!!) প্রতি আমাদের লোভ নেই, আছে শুধু সহানুভূতি... #ধন্যবাদ_রুয়েট_চিরকুমার_সংঘ :D
Posted on: Sun, 19 Oct 2014 15:00:51 +0000

Trending Topics



The ongoing strike of the Academic Staff Union of Universities,
Who wants to RESET with us after Thanksgiving?!! This is a great 5
Eggs: ANABOLIC Effects & Increased Human Growth Hormone! By: Ross
Dedication, vigilance, love of country. Today, thousands of
Tri-fold Wallet Nylon RED Velcro Credit Card Slots Slim & Strong

Recently Viewed Topics




© 2015