@@পেন ড্রাইভ বুটেবল করে - TopicsExpress



          

@@পেন ড্রাইভ বুটেবল করে উইন্ডোজ ইনষ্টল করার নিয়ম@@ অনেক সময় দেখা যায় আমাদের ডেস্কটপ বা ল্যাপটপ কিংবা সিডিরমবিহীন নোটবুক গুলোতে বুটেবল সমস্যার কারণে উইন্ডোজ ক্র্যাশ করে। তখন সাধারণ বুটেবল ডিভিডি দিয়ে উইন্ডোজ ইনস্টল করা যায় না। ফলে যেতে হয় বিভিন্ন কমপিউটার সার্ভিসিং সেন্টার গুলোতে, গচ্ছা দিতে হয় অনেকগুলো টাকা। আজকে আমরা খুব সহজেই সেটার সমাধান জেনে নিব। এটার জন্য আমাদের একটি বুটেবল পেনড্রাইভ লাগবে। আসুন জেনে নেই বুটেবল পেনড্রাইবের সুবিধা গুলো কি কি: ১। এটি ডিভিডি থেকে খুব ভালো ইন্সটল স্পিড দেয়। ২। বহন করতে সুবিধা। ৩। এটার মাধ্যমে ইন্সটলেশন এর জন্য .iso ইমেজ ব্যবহার করতে হয় না। ৪। মাত্র ৪ জিবি খালি জায়গায় থাকলেই হবে। যেভাবে পেনড্রাইভকে বুটেবল করতে হবে: ১। প্রথমে আপনার USB পোর্টে পেনড্রাইভটিকে প্রবেশ করান। ২। এবার Start মেনুতে গিয়ে Cmd লিখে এন্টার দিন। ৩। এবার আপনার কিবোর্ডে Caps lock টা চালু করে নিন। ৪। এবার চালু হওয়া কালো উইন্ডোতে DISKPART (স্পেস দেওয়া যাবে না) লিখে এন্টার দিন। এবার একটি ওয়ার্নি মেসেজ আসতে পারে সেটিতে YES দিন। ৫। নতুন চালু হওয়া উইন্ডোতে LIST DISK লিখে এন্টার দিন। ৬। আবার SELECT DISK 1 লিখে এন্টার দিন। ৭। এবার CLEAN লিখে এন্টার দিন। ৮। এবার CREATE PARTITION PRIMARY লিখে এন্টার দিন। ৯। আবার SELECT PARTITION 1 লিখে এন্টার দিন। ১০। এবার ACTIVE লিখে এন্টার দিন। ১১। এবার FORMAT FS=NTFS লিখে এন্টার দিন। ১০০% শেষ না হওয়া পর্যন্ত অপেক্ষা করুন। ১২। আবার ASSIGN লিখে এন্টার দিন। ১৩। সর্বশেষ EXIT লিখে পেনড্রাইভটিকে পোর্ট থেকে বের করে আনুন। যাইহোক উপরের কাজগুলো করার মাধ্যমে আপনার পেনড্রাইভটিকে বুটেবল করলেন। এবার যেকোন একটা উইন্ডোজের সিডি বা ডিভিডি থেকে সবগুলো ফাইল কপি করে নিয়ে আসুন আপনার পেনড্রাইভের ভিতর। ব্যস কাজ শেষ। তবে, আরেকটা কাজ বাকী আছে সেটা হলো, যখন আপনি আপনার উইন্ডোজটি ইন্সটল করবেন তখন আপনার BIOS অপশন থেকে BOOT FROM USB PEN DRIVE বা এইটাইপের অপশনটি সিলেক্ট করে নিতে ভুলবেন না। অপশনটি সিলেক্ট না করলে উইন্ডোজ ইন্সটল হবে না।
Posted on: Mon, 22 Sep 2014 13:43:36 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015