পানি পান করা নিয়ে কিছু - TopicsExpress



          

পানি পান করা নিয়ে কিছু কথাঃ পানি পান নিঃসন্দেহে আমাদের ত্বককে প্রাণবন্ত ও সজীব করে তোলে। ত্বকের খসখসে ভাব দূর করে ও আরও মসৃণ করে তোলে। কিন্তু আমরা যেভাবে পানি পান করি, তা অনেক সময় আমাদের ত্বককে মসৃণ করার পরিবর্তে ভাঁজ ফেলে দেয়। চেহারায় সজীবতার পরিবর্তে চলে আসে নির্জীবতা। বোতল থেকে ঢকঢক করে পানি গিলে ফেলার অভ্যাস যাদের রয়েছে, তারা সাবধান! ইদানিং অনেকে অবার পানি পানের সময়ও স্ট্র বা পাইপ ব্যবহার করেন। হয়তো সেটা তাদের বাড়তি বিলাসিতা প্রকাশের মাধ্যম। কিন্তু এভাবে পানি পান করার পদ্ধতি মোটেই বিজ্ঞানসম্মত নয়। কারণ, এতে করে পানি পানকারীর মুখমণ্ডলের ত্বক ধীরে ধীরে বুড়িয়ে যেতে শুরু করে। মুখের ত্বকে বলিরেখা পর্যন্ত পড়তে পারে। সেক্ষেত্রে ধূমপায়ীদের সঙ্গে বিশেষ কোন পার্থক্য থাকে না। যদি তারুণ্য ধরে রাখার ইচ্ছে থাকে, তবে একটু কষ্ট করে গ্লাসে পানি নিয়ে পানের অভ্যাস করার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। বোতল বা স্ট্র থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখাটাই তাই বুদ্ধিমানের কাজ। নাহিদ সুলতানা ঢাকা মেডিক্যাল কলেজ হাঁসপাতাল লাইক দিয়ে শেয়ার করুন সবার সাথে...!!
Posted on: Wed, 28 Aug 2013 17:18:02 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015