পাবনা শহরের একদম নিকটে - TopicsExpress



          

পাবনা শহরের একদম নিকটে একটা চিপা গলি দিয়ে হাটছি । ঘড়ির কাটা জানান দিচ্ছে এখন রাত 1.59 বাজে বস্ । এই মুহুর্তে কেন যেন নিজকে হিমু হিমু মনে হচ্ছে । সাথে আমারই সমবয়সি মামাতো ভাই ছিল কারণ এ শহর আমার পুরাই অপরিচিত অন্যদিকে ভয়ের ও ব্যাপার আছে ।(নকল হিমুতো) হিমুগিরীর ষোলকলা পূর্ণ করতে তাকে বাদল ভাবলে মন্দ হয় না । চারদিকে মোটামুটি অন্ধকার সাথে হালকা জোত্‍সনার আলো ,মাঝারি আকারের বিল্ডিং ,রাস্তার পাশে খোলা নর্দমা । কিছুটা দূরে দূরে সোডিয়াম বাতির বদলে পাউয়ার সেভিং বাল্ব । দুই ভাই রাস্তার দুই পাশ দিয়ে slow গানের তালে তালে হাঁটতেছি । সালার পুত আমারে দিছে নর্দমার পাশে ।মনে হচ্ছে এই বুঝি একটা হাত আমার পা টান দিল । হাঁটতে হাঁটতে দেখি কাঁচা রাস্তা পায়ের নিচে । আসলে শহরের চিপা গলিতে মানুষের ভাগ্য ছাড়পোকার মত হয় । হঠাত্‍ একটা শিয়াল আমাদের সামনে এসে দাড়িয়ে গেল (আল্লাহুম্মামিন) । সাধারণত শিয়াল মানুষ দেখলে সুরন্জিত সেনের মত দৌড় দেয় কিন্তু এর অবস্থা দেখছি ব্যতিক্রম ।হারামজাদাটা আমাদের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে ।অবস্থা দেখছি আরো বেগতিক । কি আর করা , পেছনের দিকে দে দৌড় কিন্তু সাথে সাথে মাথা ঘুরিয়ে দেখি বাবাজি নাই শুধু কয়েকটা কুকুর চলে গেল
Posted on: Mon, 05 Aug 2013 17:01:39 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015