পঞ্চায়েত মামলায় সুপ্রিম - TopicsExpress



          

পঞ্চায়েত মামলায় সুপ্রিম কোর্টের নির্দেশের পর এবার নতুন জটিলতা দেখা দিল৷ পঞ্চায়েত ভোটের প্রক্রিয়ায় স্থগিতাদেশের আবেদন জানিয়ে বুধবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় রাজ্য নির্বাচন কমিশন৷ কমিশনের তরফে আবেদন জানানো হয়, পর্যাপ্ত বাহিনী না পেলে ভোট করতে তারা অপারগ৷ সেক্ষেত্রে আপাতত এই ভোট বাতিল করতে হবে৷ আপাতত বুধবার কোনও নির্দেশ না দিলেও সুপ্রিম কোর্ট জানিয়েছে, শুক্রবার পরবর্তী শুনানি হবে৷ রাজ্য এবং কেন্দ্রীয় সরকারকে নোটিস দেওয়ারও নির্দেশ দিয়েছে সর্বোচ্চ আদালত৷ এরপরই কমিশনের আইনজীবী লক্ষ্মীচাঁদ বিহানির দাবি, সুপ্রিম কোর্টের এই নির্দেশের অর্থ তাঁদের কাছে আপাতত শুক্রবার পর্যন্ত ভোট প্রক্রিয়া স্থগিত হয়ে যাওয়ারই সামিল৷ যদিও কমিশনের এই যুক্তি মানছে না রাজ্য৷ সরকারি আইনজীবী অশোক বন্দ্যোপাধ্যায়ের দাবি, সুপ্রিম কোর্ট কোনও স্থগিতাদেশ দেয়নি৷ ফলে নির্বাচন প্রক্রিয়া যেমন চলছে, তেমনই চলবে৷ পঞ্চায়েতমন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়েরও দাবি, ভোটের প্রক্রিয়া বন্ধ হওয়ার কোনও প্রশ্নই নেই৷ কিন্তু এই অবস্থায় প্রশ্ন উঠছে, ভোট প্রক্রিয়া জারি থাকলে তা ক’টি জেলার জন্য? ৯টি নাকি চারটি? কারণ কমিশন যে বিজ্ঞপ্তি জারি করেছে, সেই অনুযায়ী প্রথম দফায় ৯টি জেলায় ভোট৷ মঙ্গলবার রাজ্য সরকার হাইকোর্টে প্রথম দফায় চার জেলায় ভোটের প্রস্তাব দিয়েছে বটে৷ তবে সেবিষয়ে কোনও নির্দেশ দেয়নি আদালত৷ যদিও পঞ্চায়েতমন্ত্রীর দাবি, চার জেলায় ভোটের প্রক্রিয়া চলছে৷ কিন্তু পঞ্চায়েতমন্ত্রী যা-ই বলুন না কেন, সংবিধান বিশেষজ্ঞ ও আইনজীবীমহলের একাংশের মত কিন্তু ভিন্ন৷ তাদের মতে, ভোট পরিচালনার সাংবিধানিক এক্তিয়ার যাদের হাতে, তারাই সুপ্রিম কোর্টে আবেদন জানিয়ে বলছে, বর্তমান পরিস্থিতিতে ভোট করা সম্ভব নয়৷ তাদের সেই দাবি শুনানির জন্য গ্রহণ করেছে সুপ্রিম কোর্ট৷ শুক্রবার তার শুনানি৷ কমিশনই যখন মনে করছে, ভোট করা সম্ভব নয়, তাহলে সুপ্রিম কোর্টে শুনানির আগে তারা ভোট প্রক্রিয়া চালু রাখবে কোন যুক্তিতে? ফলে সরকার যাই দাবি করুক না কেন, আইনজীবীমহলের এই অংশ মনে করছে, সুপ্রিম কোর্ট বুধবার কোনও নির্দেশ দেয়নি ঠিকই, কিন্তু মামলা শুনানির জন্য গ্রহণ করার অর্থ আপাতত শুক্রবার পর্যন্ত ভোট প্রক্রিয়া স্থগিত রাখতেই পারে কমিশন৷ কারণ, ভোট প্রক্রিয়া চালিয়ে যেতে হবে, সুপ্রিম কোর্ট এদিন এমনও কোনও নির্দেশ জারি করেনি৷
Posted on: Thu, 27 Jun 2013 04:49:23 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015