পদার্থ বিজ্ঞানে অনেক - TopicsExpress



          

পদার্থ বিজ্ঞানে অনেক গুলো শব্দ আছে যার উপর টানা তিন ঘণ্টা লেকচার দেয়া যাবে । intuition শব্দটি তাদের একটি । যে কোন অনুসন্ধানী (with no known direction) গবেষণায় intuition হল প্রথম ধাপ ,যার পরবর্তীতে তত্ত্ব , পরীক্ষামূলক প্রমান ইত্যাদি ধাপ গুলো আসে । এক জন গবেষক সবগুলো ধাপে সাফল্য পেলে আনন্দে আকাশে ওড়ে প্রধানত তার intuition ঠিক হয়েছে বলে । একজন ভাল গবেষকের intuition খুব ভাল (generally does not fail), আর অনেকের সেটা খুব ভাল নয় (requires multiple try)। Actually intuition is a mixture of experience , education ,ability to think. Intuition এর সবচাইতে বড় সুবিধা হলো it does not require you to be actually there for eye witness, or create the real situation . Rather it gives you the ability to decide by just thinking other facts (Imagine how a rigid ball would behave in a tunnel created connecting the two poles of the earth …). আমাদের একজন ঝানু অধ্যাপক বলতেন একজন ঝানু গবেষকের Intuition সাধারনত ভুল হয় না । ( এ নিয়া আমাদের Field Theory এর সেই অধ্যাপকের ঘটনা অনেকটা এ রকম : সেই সময় OPERA experiment faster than light neutrino পাওয়ার কথা ঘোষণা করেছে । চার পাশে হা হাকার পরে গেছে । মিডিয়া ফলাও করে প্রচার করছে ব্যাপারটা যে শতবর্ষী আইনষ্টাইনের theory ভুল প্রমাণিত হয়েছে । আমাদের Field theory এর অধ্যাপক faster than light ব্যাপারটা শুনতেই পারতেন না ,আমরা ভাবতাম faster than light সম্ভব হলে উনি আমাদের যত calculation করাচ্ছেন সবই change হয়ে যাবে। অনেকে research paper publish শুরু করল যে faster than light কি ভাবে ব্যাখ্যা করা যায়/সম্ভব । এ সংক্রান্ত publication এ arXiv রাতারাতি ভরে গেল । আমাদের ডিপার্টমেন্টের অন্য একজন অধ্যাপকও একটি পেপার বের করল যে এটা কিভাবে সম্ভব । ওই পেপার এর উপর ডিপার্টমেন্টের সেমিনারে দেখা গেল house full । পরের দিন ক্লাসে এসে field theory এর অধ্যাপক রাগে শুধু বললেন “If you do not have confidence on your own intuition , how can you hope to be a theorist ? ” ? এর কিছু দিন পর জানা গেল faster than light পাওয়া গেছিল আসলে instrumental error এর জন্য । ) Intuition শুধু পদার্থ বিজ্ঞানে নয়, এটি অন্যান্য ক্ষেত্রেও প্রযোজ্য । একজন খুব অভিজ্ঞ ডাক্তার রোগী দেখেই তার অসুখ আঁচ করতে পারে , আবার অনেক ডাক্তারকে এর জন্য অনেক পরীক্ষা নিরীক্ষার দরকার পড়ে। পদার্থ বিজ্ঞানের কাছে আমি যত বিষয়ের জন্য ঋণী তার একটি হল taking decision based on intuition (at least when no known direction, many opinions, controversy) । ফলে আমার বাক্তিগত ভাবে স্বাধীনতার ঘোষক, ড. ইউনূস , ... ...ইত্যাদি নিয়ে নোংরা রাজনীতি , হাজারও প্যাঁচাল , যুক্তি- তর্ক পড়ে সময় নষ্টের দরকার পড়ে না । ড. ইউনূস কে নিয়ে intuitive decision নিতে (so called) বিতর্কিত বিষয় (গ্রামীণ ব্যাংক , শান্তিতে নোবেল) ছাড়াই আরও ১০১ টা facts উল্লেখ করা যাবে । আমি এখানে শুধু একটি (১০১ তম টি) উল্লেখ করলাম ----- সারা বিশ্ব থেকে প্রতি বছর কিছু স্টুডেন্ট ফান্ডিং নিয়ে আমেরিকা বা অন্যান্য উন্নত দেশে উচ্চ শিক্ষার জন্য যায় । এদের সবার জীবনের পরবর্তী প্রবাহ /চেষ্টাগুলো যদি ভিন্ন ভিন্ন টাইপ অনুসারে চিন্তা করা যায় তবে দেখা যাবে : টাইপ- ১): এদের অধিকাংশই চেষ্টা করে একটা জব নিয়ে সেই দেশেই প্রতিষ্ঠিত হতে , টাইপ- ২): জব নিয়ে প্রতিষ্ঠিত হওয়া নিয়ে সংশয় থাকলে অনেকেই চেষ্টা করে নিজ দেশের বংশোদ্ভুত কিন্তু সেই দেশের পাসপোর্ট ধারী কারও গলায় ঝুলে তারপর সেই দেশে প্রতিষ্ঠিত হতে । টাইপ -৩): আগের দুটিতে সার্থক না হলে অনেককেই অনিচ্ছাকৃত ভাবেই দেশে ফিরে যেতে হয় । টাইপ -৪): কিস্তু এগুলোর বাইরে খুবই small & exceptional একটা অংশ আছে যারা নিজের ইচ্ছায় দেশে ফিরে যায় , কিসের টান বা কি ধারনের motivation এ সেটা সম্ভব সেটা অরেটা analysis এর বিষয় । বর্তমান প্রেক্ষোপটে শুধু এই অংশটা কত ক্ষুদ্র সেটাই আমাদের analysis এর জন্য যথেষ্ট । টাইপ- ৫): উন্নত দেশে এসে সেই ভিন দেশের কোন নাগরিক কে মুগ্ধ করে তাকে নিজের গলায় ঝোলানো (opposite to type-2) আরও ক্ষুদ্র একটি গ্রুপ। এ গ্রুপটি অনেক ক্ষুদ্র হবার একটা কারন হয়ত উন্নত দেশের সাদা মানুষগুলো indian sub-continent এর মানুষগুলো কে কালো মনে করে । যারা প্রবাসে থাকে বা থেকেছে শুধু তারাই জানে সাদা মানুষগুলো কালো মানুষগুলোকে কতটা Hate করে। তবে মুগ্ধ করে তাদের কাওকে নিজের জীবন সঙ্গী করাও সম্ভব যদি কারও মাঝে সত্যিকার অর্থে মুগ্ধ করার মত বিশেষ কিছু থাকে । তবে যদিও কেও সেটা করতে পারে তাহলেও উন্নত দেশেই পাকাপোক্ত থেকে যাবার আর দ্বিতীয় কোন কারণ লাগে না । টাইপ- ৬): শুধু ৪ অথবা শুধু ৫ নিজেই খুব ক্ষুদ্র একটা গ্রুপ । কিন্তু এ দুটির combination একইসাথে আরও very very tiny and rare । অর্থাৎ যেখানে সবাই উন্নত দেশে যেকোন ভাবে প্রতিষ্ঠিত হতে ব্যাস্ত , আর খুব ভাল Motivation এর গ্রুপটি হয়ত ইচ্ছাকৃত ভাবে নিজের দেশেই ফিরে যায় , সেখানে শুধু নিজেই নয় ভিনদেশি কাওকে Convince করে তাকেসহ নিজের দেশে ফিরে যাওয়া ... .. সেটা অন্তত যেন তেন Motivation এর ব্যাপার না । উপরুন্তু এই গ্রুপ এর মানুষগুলোর অবশ্যই বিশেষ বিশেষ কিছু (Symmetry) থাকতে হবে ...। আসলেই কি তাই ? অন্তত আমার জানা মাত্র যে কয়জন কে আমি চিনি/সম্পর্কে জানেছি (তারেক মাসুদ, ড. ইউনূস , Kamrul Sir ... ... ) তাদের মাঝে আমি পরিষ্কার সেই Symmetry টি খুঁজে পাই । ড. ইউনূস এর জীবনী পড়ে যত টুকু জেনেছি তার American (Russian born) স্ত্রী চলে যাবার মূল কারন দরিদ্র বাংলাদেশের জীবনযাপন মেনে নিতে না পারা । এমন বাঙ্গালী কয়জন আছে যে নিজের হত দরিদ্র দেশে থাকার জন্য/ সেই দেশের জন্য কাজ করার জন্য নিজের সংসার পর্যন্ত বিসর্জন দেয় ?? পদার্থ বিজ্ঞানে Symmetry খোঁজা হয় Unpredictable বিষয়গুলো Predict করার জন্য । (টাইপ -৬ ) গ্রুপের মানুষগুলোর মাঝে যে Symmetry রয়েছে সেটা দিয়া বাকি বিষয় গুলো কি সত্যিই predict/explain করা যায় না ? তার জন্য কি আসলেই গ্রামীণ ব্যাংক , শান্তিতে নোবেল ... বিষয় গুলো ঘাঁটা ঘাটির দরকার পরে ??
Posted on: Sun, 12 Oct 2014 01:11:31 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015